রহিমা চৌধুরী,,ঢাকা, জুলাই ২০২৫:ব
রাজধানীর রামপুরা এলাকায় আজ পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে বায়ু ও শব্দদূষণবিরোধী মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। কালো ধোঁয়ার মাধ্যমে বায়ুদূষণ এবং যানবাহনের অননুমোদিত হর্ণ ব্যবহারে শব্দদূষণের অভিযোগে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ রেজওয়ান-উল-ইসলাম। মোবাইল কোর্ট পরিচালনার সময় কালো ধোঁয়া নির্গত করার দায়ে ৫টি এবং শব্দদূষণের দায়ে ১টি মামলা দায়ের করে মোট ৬টি মামলার বিপরীতে ২৭,০০০/- (সাতাশ হাজার) টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান চলাকালে একটি বাস থেকে একটি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়। পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, জনস্বাস্থ্যের সুরক্ষা ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।