মোহাম্মদ আমিন উল্লাহ আমিন, কক্সবাজারঃ
কক্সবাজারের টেকনাফ উপজেলায় টানা ভারী বৃষ্টিপাতে প্রায় ৫০টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে অন্তত ৫০ হাজার মানুষ পানিবন্দি হয়ে অনাহারে দিন কাটাচ্ছেন।
হোয়াইক্যং ইউনিয়নে ৮টি গ্রাম, হ্নীলা ইউনিয়নে ১০–১২টি গ্রাম, টেকনাফ পৌরসভার ৭টি ওয়ার্ডে, টেকনাফ সদর ইউনিয়নের ৬টি গ্রাম, সাবরাং ইউনিয়নে ৭টি গ্রাম এবং বাহারছড়া ইউনিয়নের ১০টি গ্রাম পানির নিচে রয়েছে।
বর্তমানে এসব গ্রামে হাজার হাজার পরিবার পানিবন্দি অবস্থায় রয়েছেন। উল্লেখযোগ্য প্লাবিত গ্রামগুলো হলো—জালিয়াপাড়া, সাইটপাড়া, ফুলেরডেইল, আলী আকবর পাড়া, রঙ্গিখালী, লামারপাড়া, আলীখালী, চৌধুরীপাড়া, পূর্ব পানখালী, মৌলভীবাজার, খারাংখালী, নয়াবাজার, ওয়াব্রাং, সুলিশপাড়া ও পূর্ব সিকদারপাড়া।
গ্রামগুলোর চলাচলের রাস্তা পানির নিচে তলিয়ে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
টেকনাফ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র মোহাম্মদ ইসমাইল জানান, পৌর এলাকার জালিয়াপাড়া, কলেজপাড়া, শীলবুনিয়া পাড়া, নাইট্যং পাড়া, ডেইলপাড়া, খানকারডেইল, চৌধুরীপাড়া ও কে.কে. পাড়ার মানুষ বর্তমানে পানিবন্দি। পানিতে ডুবে আছে টেকনাফ কলেজসহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠান। পৌরসভার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের অনেক ঘরবাড়ি ও চলাচলের রাস্তা পানিতে ডুবে গেছে।
বাতাসের তীব্র গতির কারণে অনেক স্থানে গাছ পড়ে ঘরবাড়ি, বেড়া এবং অন্যান্য স্থাপনার ক্ষতি হয়েছে। কৃষকরা ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন। অনেক মুরগির খামার ও গরুর খামার পানিতে ডুবে গেছে।
টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান, টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়াপাড়া, নতুন পাল্লানপাড়া, তুলাতুলি, লেঙ্গুরবিল, খোনকারপাড়া, মাঠপাড়া ও রাজারছড়া গ্রাম প্লাবিত হয়েছে।
সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের ৭টি গ্রামসহ মোট ১০টি গ্রাম এবং হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল, উলুবনিয়া, আমতলি, মিনাবাজার, উনচিপ্রাং, কানজরপাড়া, কুতুবদিয়াপাড়া ও রইক্ষ্যং গ্রাম পানিতে তলিয়ে গেছে বলে জানিয়েছেন জনপ্রতিনিধিরা।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহেসান উদ্দিন জানান, ভারী বর্ষণে উপজেলার বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে এবং অনেক পরিবার পানিবন্দি অবস্থায় রয়েছে। আমরা তাদের খোঁজখবর রাখছি। পাশাপাশি পাহাড়ধসের ঝুঁকি থাকায় আশপাশের ঝুঁকিপূর্ণ এলাকা থেকে লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এজন্য আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়েছে।