এই মর্মে জানানো যাচ্ছে যে,
পিপলু মারমা,
পিতা – মংসিগ্য মারমা,
দর্পণ টেলিভিশনের একজন নিয়মিত সংবাদকর্মী হিসেবে দায়িত্ব পালন করছেন।
তাঁর পরিচয়পত্র নম্বর: DTV-250184
ইস্যুর তারিখ: ০১ মে ২০২৫ ইংরেজি।
দর্পণ টিভি সম্পাদক পরিষদের পক্ষ থেকে তাঁকে দায়িত্ব পালনের জন্য আন্তরিক শুভ কামনা জানানো হচ্ছে।