আমির হোসেন মুন্সী, কুয়েত:
অদ্য ৫ই জুলাই, কুয়েত সিটি রাজবাড়ী হোটেলে বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইন-এর কার্যনির্বাহী কমিটির সদস্যদের আগমন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সংবর্ধনার আয়োজন করে বাংলাদেশ কুয়েত দাগনভূঞা প্রবাসী সমিতি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমির হোসেন মুন্সী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আকবর হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শাহানেওয়াজ নজরুল।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন—
বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইন-এর সম্মানিত সভাপতি আইনুল হক সরকার,
সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন,
সিনিয়র যুগ্ম সম্পাদক মিজানুর রহমান,
বাংলাদেশ কমিউনিটি কুয়েত-এর সভাপতি মুরাদুল হক চৌধুরী,
সিনিয়র সহ-সভাপতি নাসির উদ্দিন হাওলাদার,
বেলাল উদ্দিন,
মোহাম্মদ হানিফ,
সেবক সংগঠন কুয়েত-এর সভাপতি ইদ্রিস আলী সোহাগ,
শাহীন আকন,
হাসনাত আনোয়ার,
জালাল আহমেদ,
কুমিল্লা পরিষদের যুগ্ম সম্পাদক শাহ করিম,
এবং দাগনভূঞা সমিতির সাংগঠনিক সম্পাদক সীমান্ত ইসলাম।
অনুষ্ঠানের এক পর্যায়ে বাহরাইন থেকে আগত অতিথিদের সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরিশেষে নৈশভোজের আয়োজনের মাধ্যমে সভাপতি আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
(কুয়েত থেকে পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দর্পণ টিভির: আমির হোসেন মুন্সী)