June 22, 2025, 2:40 am

নাটোর পুলিশের মানবিক উদ্যোগ।

Reporter Name
  • Update Time : Friday, May 9, 2025
  • 94 Time View

মো:রাজিবুল ইসলাম বাবু, নাটোর প্রতিনিধি:
একটি মানবিক কাজের কারনে নাটোর পুলিশকে প্রশংসায় ভাসাচ্ছে সাধারণ মানুষ।
বৃহস্পতিবার সন্ধ্যায় নাটোরের বাগাতিপাড়া মডেল থানার এসআই আশীষ কুমার সান্যাল বাগাতিপাড়া থানা থেকে পকেট খালি পুলিশ ফাঁড়ি তে যাওয়ার পথে একজন অজ্ঞাত ব্যক্তিকে অজ্ঞান অবস্থায় দেখতে পান।

তিনি তৎক্ষনাতৎ বিষয়টি নাটোর জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ আমজাদ হুসাইনকে অবহিত করলে তিনি জরুরিভাবে অজ্ঞাত ব্যক্তিকে নিকটস্থ হাসপাতালে ভর্তি চিকিৎসা করাতে বলেন।

তখন এসআই আশীষ কুমার সান্যাল স্থানীয় ভ্যানচালক ও পকেট খালি পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যদের সহযোগীতায় প্রথমে পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজে ভর্তি করাতে বলেন।

বিষয়টি পুলিশ সুপারকে অবগত করলে তিনি জেলা পুলিশের এ্যাম্বুলেন্সে করে রাজশাহী মেডিকেলে কলেজে ভর্তি করান।

এছাড়াও অজ্ঞাত ব্যক্তিটির পরিচয় সনাক্তকরনে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্নভাবে জেলা পুলিশ কাজ করেন। পরে অজ্ঞাত ব্যক্তিটি পরিচয় পাওয়ার পর তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories