নিজস্ব প্রতিনিধি, রামু
রাজারকুল নাসিরকুল ৮নং ওয়ার্ডের সৌদিআরব প্রবাসী নবী হোসনের বাড়ীতে গতকাল গভীর রাতে পাকাবাড়ির ভেন্টিলেটর ভেঙ্গে এই চুরির ঘটনা করা হয় বলে জানিয়েছেন নবী হোসনের সহধর্মিণী রোজিনা আকতার। প্রবাসীর সহধর্মিণী জানান, সে হাইটুপী বড় বোনের বাড়ীতে অসুস্থ বোনকে দেখতে যায়, এই সুযোগে গত ৫ই আগষ্ট গভীর রাতে বাড়ীতে কেহ না থাকার সুযোগে বাড়ীর মেইন গেইটের দরজা ভেঙ্গে ঢুকার চেষ্টা করে ব্যর্থ হয়ে ভেন্টিলেটর ভেঙ্গে ভিতরের জানালা দিয়ে প্রবেশ করে বলে করে রুমে থাকা ষ্টীলের আলমারি ভেঙ্গে নগদ এক লক্ষ ৫০ হাজার টাকা ও প্রায় ৪ভরি স্বর্ণালংকার সহ মূল্যবান জিনিষপত্র নিয়ে যায় বলে জানা নবী হোসনের সহধর্মিণী।
দীর্ঘদিন যাবত এলাকার চিহ্নিত তো চোর প্রবাসী নবী হোসেন এর বাড়ী টার্গেট করে আসছিল। কয়েক মাস আগেও তার বাড়িতে প্রবেশ করার চেষ্টা করে ব্যর্থ হয় বলে জানা গেছে।সে এর আগেও বেশ কয়েক বার মূল্যবান জিনিষ পত্র নিয়ে গেছে। যা এলাকার চেয়ারম্যান ও রামু থানায় জিডি করা আছে বলে জানিয়েছেন রোজিনা আকতার চিহ্নিত চোর মোরশেদ আলম বিভিন্ন মানুষের ঘরে ঢুকার কারণে ছয় সাত মাস জেল কেটে বের হয়ে পূনারায় পুরাতন পেশা চুরি ছিনতাই বিভিন্ন অপরাধের সাথে জড়িয়ে পড়েছেন। রামু রাজারকুল নাসিরকুলের কবির আহমদের ছেলে মোরশেদ আলমের কারণে এলাকার জনগন অধিষ্ঠিত হয়ে গেছে বলে জানান। কুখ্যাত এই চিহ্নিত চোর মোরশেদ আলমের কার্যকলাপে বর্তমানে কিছু নিরাপদ নয় বলে জানান স্থানীয় বাসিন্দারা। এই চোরকে আইনের আওতায় আনা হলে অন্তত চুরি ডাকাতি রক্ষা হবে বলে জানিয়েছেন এলাকাবাসী।
চুরির ঘটনার খবর পেয়ে স্হানিয় চেয়ারম্যান মুফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছন। তিনি জানান একটি চিহ্নিত চোর দীর্ঘদিন যাবত এলাকায় চুরি, ছিনতাই সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত রয়েছে বলে জানান।এই চোরদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি মূলক ব্যবস্থা নেওয়ার জন্য দাবী জানানএবং প্রতিনিয়ত বাড়ী,মসজিদ, দোকানসহ মোটরচুরি, পাইপ, মোবাইল সহ মূল্যবান জিনিষ পত্র চুরি হচ্ছে তাই রামু থানা প্রশাসন কে এই ব্যাপারে আরও তৎপর হওয়ার জন্য অনুরোধ জানিয়েন।
প্রেরক
নুরুল ইসলাম সেলিম।
রামু।
৬/৭/২৫ইং
Leave a Reply