July 8, 2025, 6:28 pm

শেরপুরের আলোচিত বিএনপির নেত্রী ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : Sunday, July 6, 2025
  • 103 Time View

মো: রিয়াজ স্টাফ রিপোর্টার

শেরপুর জেলা উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬জুলাই) দুপুরে শহরের মাধবপুরস্ত তার নিজ বাসভবনে মতবিনিময় সভার আয়োজন করা হয়।

উক্ত মতবিনিময় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-১ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, শেরপুর জেলা বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক এডভোকেট আলহাজ্ব সিরাজুল ইসলাম, সদস্য সচিব
প্রকৌশলী মামুনুর রশিদ পলাশ, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ হযরত আলীসহ নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ।

বক্তারা বলেন , বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১দফা দাবি বাস্তবায়নে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিকনির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

রাজপথের লড়াকু সৈনিক বিএনপির দুর্দিনে সক্রিয় নেত্রী ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা বলেন, তিনি সংঘাত চাননা স্বচ্ছ রাজনীতি করতে চান, কেন্দ্রীয় হাইকমান্ড যাকে মনোনয়ন দিবে তার হয়েই নির্বাচন করবেন তিনি। ২০১৮ সালে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন প্রিয়াঙ্কা। এবারো আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার আশাবাদী তিনি। দল যদি তাকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেয় তাহলে বিপুল ভোটে বিজয়ী হয়ে শেরপুর-১ আসনটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাবেন।

প্রিয়াঙ্কা আরও বলেন, তিনি নির্বাচিত হলে, শেরপুরের অধিকার ‌বঞ্চিত মানুষকে সাথে নিয়ে শিক্ষা,স্বাস্থ্য, কর্মসংস্থান, অবকাঠামো উন্নয়ন যেগুলো পিছিয়ে আছে তা বাস্তবায়ন করবেন। ঘুষ, দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজিমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার করেন তিনি। এসময় জেলা বিএনপির নেতৃবৃন্দ, সদর উপজেলার বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার প্রিন্ট মিডিয়া সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category