July 8, 2025, 4:53 pm

জৈন্তাপুরে অবৈধভাবে বালু উত্তোলন, হুমকিতে ফসলি জমি ও বসতবাড়ি

Reporter Name
  • Update Time : Saturday, July 5, 2025
  • 27 Time View

সিলেট প্রতিনিধি:


সিলেটের জৈন্তাপুর উপজেলার গাতিগ্রাম এলাকায় সারীনদীর পাড় থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছে কতিপয় ব্যক্তি। স্থানীয়রা জানান, আলাই, মুস্তাকিন, মনাই গংদের নেতৃত্বে এই বালু উত্তোলন চলছে দিনের পর দিন। এতে নদীভাঙনের সৃষ্টি হয়ে আশপাশের ফসলি জমি ও বসতবাড়ি হুমকির মুখে পড়েছে।

নদী থেকে অব্যাহতভাবে বালু উত্তোলনের ফলে ইতিমধ্যেই অনেক কৃষিজমি নদীতে বিলীন হয়ে গেছে। বসতভিটা রক্ষায় আতঙ্কে দিন কাটাচ্ছেন এলাকাবাসী। অথচ বিষয়টি উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের নজরে এলেও তাঁরা নিরব দর্শকের ভূমিকা পালন করছেন বলে অভিযোগ স্থানীয়দের।

গ্রামবাসীরা জানান, একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ জানানো হলেও এখনো কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এতে করে দখলদারদের দুঃসাহস আরও বেড়েছে।

জরুরি ভিত্তিতে অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ দাবি করেছেন এলাকাবাসী।


Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category