মো: রিয়াজ স্টাফ রিপোর্টার
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী গারো পাহাড়ে আবারও একটি বন্যহাতির মৃত্যু হয়েছে।
শনিবার ভোররাতে উপজেলার দাউধারা কাটাবাড়ি এলাকায় হাতির অভয়ারণ্যখ্যাত একটি জায়গায় পুরুষ হাতিটির মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়রা বিষয়টি বন বিভাগ ও জীববৈচিত্র্য সংরক্ষণ বিভাগকে জানায়।
বন বিভাগের প্রাথমিক ধারণা, জিআই তারে বিদ্যুতায়িত হয়ে হাতিটির মৃত্যু হয়েছে। হাতিটির বয়স আনুমানিক ১৫ থেকে ২০ বছর।
স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে প্রায় ৭০টি হাতির একটি দল পাহাড়ি এলাকা থেকে কাটাবাড়ি গ্রামে নামে। ধারণা করা হচ্ছে, ফসল ও ঘরবাড়ি রক্ষায় কোনো কৃষক গোপনে জিআই তারে বিদ্যুৎ সংযোগ দেয়। ওই তারে পেঁচিয়ে হাতিটি মারা যায়। পরে রাতেই অভিযুক্ত ব্যক্তি তার খুলে সরিয়ে ফেলে বলে জানিয়েছে স্থানীয়রা।
মধুটিলা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী বলেন, “হাতিটির মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্ত করা হবে। প্রমাণ মিললে আইনি ব্যবস্থা নেওয়া হবে।” ঘটনাস্থল পরিদর্শন শেষে শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান বলেন, “প্রাথমিকভাবে মনে হচ্ছে বিদ্যুতায়িত হয়ে হাতিটি মারা গেছে। ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।”
ছয় মাসে জিআই তারে জড়িয়ে একটি হাতি শাবকসহ চারটি হাতির মৃত্যু হয়েছে। আর দুই বছরে শেরপুরের গারো পাহাড় এলাকায় অন্তত ১৫টি বন্যহাতি হত্যার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বন বিভাগ ও পরিবেশবাদীরা।
Leave a Reply