নাসির উদ্দিন,বিশেষ প্রতিনিধি:রামু:
কক্সবাজারের রামু উপজেলার ধোয়াপালং ইউনিয়নের নয়া পাড়া-মিনি বান্দরবান সড়কের ওপর নির্মিত একটি সেতু অতিবৃষ্টির কারণে ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। সেতুর নিচের অংশে মাটি সরে গিয়ে বড় গর্তের সৃষ্টি হওয়ায় এতে যেকোনো মুহূর্তে বড় দুর্ঘটনার শঙ্কা দেখা দিয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, বিগত কয়েকদিনের টানা বৃষ্টিতে সড়কের নিচের মাটি ধসে যায়। এর ফলে সেতুর একটি অংশ ঝুলে পড়ে এবং ফাটল দেখা দেয়। বর্তমানে মোটরসাইকেল ও হালকা যানবাহন সীমিত আকারে চলাচল করলেও তা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
এ প্রসঙ্গে ধোয়াপালংয়ের এক স্থানীয় জনপ্রতিনিধি জানান, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে যেন বড় দুর্ঘটনা এড়ানো যায়।
স্থানীয়রা দ্রুত বিকল্প ব্যবস্থা গ্রহণ ও ব্রিজটি মেরামতের দাবি জানিয়েছেন।
Leave a Reply