July 8, 2025, 5:47 pm

দৈনিক ইনতিজার পত্রিকার বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠিত, সাফল্যের ২৯ বছরের পথচলার নতুন অধ্যায়

Reporter Name
  • Update Time : Saturday, July 5, 2025
  • 76 Time View

সৈয়দ মহসীন হাবীব সবুজ, বিশেষ প্রতিনিধি:
টাঙ্গাইলের সাংবাদিকতা অঙ্গনের মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান দৈনিক ইনতিজার পত্রিকার অভিষেক ও রূপান্তর অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ জুলাই) সকাল ৯টা ৩০ মিনিটে টাঙ্গাইল প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উল্লেখ্য, দীর্ঘ ২৯ বছর সততা, নিষ্ঠা ও বস্তুনিষ্ঠতার সাথে সাপ্তাহিক হিসেবে প্রকাশিত হওয়ার পর, এখন থেকে দৈনিক হিসেবে ইনতিজারের যাত্রা শুরু হলো। অনুষ্ঠানে পত্রিকার প্রকাশক, শিক্ষাবিদ এবং সম্মানিত সমাজসেবক অধ্যাপক এবিএম আব্দুল হাই মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক, গবেষক ও সংগঠক শাহ সুফি ইঞ্জিনিয়ার সৈয়দ আব্দুল হান্নান আল হাদী। উদ্বোধকের দায়িত্ব পালন করেন টাঙ্গাইলের করোটিয়াস্থ সরকারি সাদত কলেজের সাবেক অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. মোঃ কামরুজ্জামান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ছায়ানীরের নির্বাহী পরিচালক অধ্যাপক মোঃ লুৎফর রহমান।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইচএসসি বোর্ড স্ট্যান্ড এএপি, টাঙ্গাইল জেলা জজ কোর্ট ও টাঙ্গাইল অ্যাডভোকেট বার সমিতির সম্মানিত সহ-সভাপতি এডভোকেট মোহাম্মদ মোবারক হোসেন, ফ্যাজান্ট ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমগীর হোসেন, এক্স ক্যাডেট একাডেমির পরিচালক মোঃ আব্দুল হাফিজ খান, লেখক, সাহিত্যিক, সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানটি প্রাণবন্ত ও সুশৃঙ্খলভাবে পরিচালনা করেন মোহাম্মদ এনায়েত করীম ও সাংবাদিক সৈয়দ মহসীন হাবীব সবুজ।

বক্তারা বলেন, দৈনিক ইনতিজার শুধুমাত্র একটি পত্রিকা নয়, এটি দেশের উন্নয়ন, ন্যায়বিচার, শিক্ষার প্রসার এবং সত্য-নির্ভর সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে দীর্ঘদিন কাজ করছে। ২৯ বছরের অভিজ্ঞতার আলোকে দৈনিক প্রকাশনার মধ্য দিয়ে এই পত্রিকা দেশের সংবাদমাধ্যমে আরও এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

বিশেষজ্ঞরা বলেন, দৈনিক ইনতিজারের এই রূপান্তর টাঙ্গাইলসহ দেশের সাংবাদিকতা পেশার জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত। তারা আশা প্রকাশ করেন, পত্রিকাটি আগামীতেও বস্তুনিষ্ঠ সংবাদ, উন্নয়নমুখী প্রতিবেদন এবং সমাজ সচেতনতার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে। সহ সম্পাদক সৈয়দ মহসীন হাবীব তার বক্তব্যে বলেন, সকলের সহযোগিতার মধ্যে বিশেষ করে টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হকের সহযোগিতা বিশেষভাবে উল্লেখ্য।

উল্লেখ্য, দৈনিক ইনতিজার এখন থেকে জাতীয় পর্যায়ের পাঠকদের জন্য আরও দ্রুত, আরও নির্ভরযোগ্য এবং সময়োপযোগী সংবাদ পরিবেশন করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category