July 8, 2025, 4:41 pm

ঝিনাইগাতী আশ্রয়প্রকল্পের বাসিন্দাদের নিয়ে গ্লোবাল টেলিভিশনের ৩য় বর্ষপূর্তি উদযাপন

Reporter Name
  • Update Time : Thursday, July 3, 2025
  • 45 Time View

মো: রিয়াজ স্টাফ রিপোর্টার

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নের কুঞ্জ বিলাস কান্দুলি আশ্রয়প্রকল্পে গ্লোবাল টেলিভিশনের ৩য় বর্ষপূর্তি উপলক্ষে ৬০টি পরিবারের অসহায় বাসিন্দাদের নিয়ে ব্যতিক্রমধর্মী আয়োজনের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়েছে।

বুধবার (৩ জুলাই) সকালে র‍্যালী, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এরশাদ আলম জর্জ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধানশাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোশাইপুর ওলামা দলের সভাপতি মো. আব্দুর রউফ,কুঞ্জ বিলাস কান্দুলী আশ্রয়ণ প্রকল্পের সভাপতি মো. আমানুল্লাহ আমান, সাবেক সভাপতি হাসেন আলী, সাধারণ সম্পাদক ইউনুস আলী, এশিয়ান টিভির জামালপুর জেলা প্রতিনিধি মো. রুবেল, দৈনিক গণমুক্তির শেরপুর জেলা প্রতিনিধি মো. দুদু মল্লিক, দৈনিক মানবকণ্ঠের ঝিনাইগাতী উপজেলা প্রতিনিধি মো. জিয়াউল হক, দৈনিক জনকণ্ঠের নিজস্ব সংবাদদাতা আর এম সেলিম শাহী, দৈনিক নয়াদিগন্ত পত্রিকার ডিজিটাল মাল্টিমিডিয়া শেরপুর জেলা প্রতিনিধি মোরাদ হোসেন চাঁন, দৈনিক স্বাধীন বাংলা পত্রিকার উপজেলা সংবাদদাতা মো. সাইফুল ইসলাম জুয়েল, দৈনিক ভোরের চেতনা পত্রিকার উপজেলা প্রতিনিধি মো. আরিফুল ইসলাম সহ শেরপুর জেলা ও ঝিনাইগাতী উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ।

আয়োজক হিসেবে দায়িত্ব পালন করেন গ্লোবাল টেলিভিশনের শেরপুর জেলা প্রতিনিধি মোহাম্মদ আবু হেলাল।

গ্লোবাল টেলিভিশন শুরু থেকেই বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। তৃতীয় বর্ষে পদার্পণে সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়ে উদাহরণ সৃষ্টি করেছে তারা। সেই সাথে কুঞ্জ বিলাস কান্দুলি আশ্রয়প্রকল্পের অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য ঝিনাইগাতী উপজেলা প্রশাসনসহ সকল রাজনৈতিক দল এবং ব্যক্তিদের পাশে দাড়ানোর জন্য বিশেষভাবে অনুরোধ করছেন উপস্থিত বক্তরা।

উল্লেখ্য, বর্ষপূর্তি উপলক্ষে আশ্রয়প্রকল্পের বাসিন্দাদের মাঝে অনুষ্ঠানের মাঝেই কেক ও মিষ্টি বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category