টেকনাফসহ সীমান্তবর্তী অঞ্চলগুলো থেকে মাদক পাচারে দিন দিন ব্যবহার করা হচ্ছে নতুন নতুন কৌশল। এবার বেবি ডায়াপারের ভেতরে বিশেষভাবে মোড়ানো অবস্থায় ইয়াবা পাচারের চেষ্টার ঘটনা ধরা পড়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হাতে।
গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম একটি কুরিয়ার সার্ভিস অফিসে অভিযান চালিয়ে বেবি ডায়াপারের প্যাকেটের মধ্যে লুকানো অবস্থায় বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করে।
ধারণা করা হচ্ছে, এই অভিনব পদ্ধতিতে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে দীর্ঘদিন ধরে ইয়াবা পাচার হয়ে আসছিল।
অধিদপ্তরের কর্মকর্তারা জানান, শিশুর ডায়াপার পণ্যটি সন্দেহজনকভাবে মোড়ানো ছিল এবং ওজনে ভারী মনে হওয়ায় তল্লাশি চালানো হয়। পরে দেখা যায়, ভিতরে অত্যন্ত দক্ষতার সঙ্গে মোড়ানো রয়েছে।
Leave a Reply