July 8, 2025, 5:34 pm

পার্বতীপুরে সেনাবাহিনীর টহল টিম কতৃক মা*দক ও নগদ টাকা সহ ব্যবসায়ী বাবা ছেলেসহ আটক-২

Reporter Name
  • Update Time : Wednesday, July 2, 2025
  • 75 Time View

সরদার মোরসালিম বাবলা দিনাজপুর জেলা প্রতিনিধি:

বুধবার
দিনাজপুরের পার্বতীপুর মন্মথপুর গোবিন্দপুর ভবেরবাজার গ্রামীণ ব্যাংকের পেছনে অবস্থিত নিজ বাড়ী থেকে মৃত- রমেশ চন্দ্র রায় -এর ছেলে শ্রী জয় প্রকাশ (৪৪) ও তারই আপন ছেলে শ্রী আকাশ চন্দ্র রায় (২১) কে ঘন্টা ব্যাপি সেনাবাহিনীর বিশেষ অভিযান পরিচালনা করে স্ব-স্বীকৃত মাদক ব্যবসায়ী বাবা ও ছেলেকে আটক করা হয়।
আজ দুপুর ২.৪৫ থেকে ৩.৫০ মিনিট পর্যুন্ত ক্যাপ্টেন মোঃ রাব্বি আজমান (২৮ বীর) এর নেতৃত্বে উপজেলার মন্মথপুর গোবিন্দপুর ভবের বাজার গ্রামীণ ব্যাংকের পেছনে অবস্থিত নিজ বাড়ী থেকে সেনাবাহিনীর টহল দল কর্তৃক মাদক ব্যাবসায়ী বাবা ছেলে-২ জনকে আটক করে। এসময় ঐ বাড়ীতে তল্লাশি চালিয়ে ৯৪০ গ্রাম (গাঁজা) এবং নগদ ৭৫ হাজার টাকা উদ্ধার হয় করা । পরবর্তীতে উক্ত আসামী-দ্বয়কে পার্বতীপুর মডেল থানায় গাঁজা নদগ অর্থসহ হস্তান্তর করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ী বাবা ছেলে বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পার্বতীপুর মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category