July 8, 2025, 5:38 pm

শ্রীবরদী থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম

Reporter Name
  • Update Time : Wednesday, July 2, 2025
  • 70 Time View

মো: রিয়াজ স্টাফ রিপোর্টার

শ্রীবরদী থানা সরেজমিনে পরিদর্শন করেছেন জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম। ২জুলাই বুধবার শ্রীবরদী থানার বার্ষিক পরিদর্শন সম্পন্ন করার লক্ষ্যে পুলিশ সুপার মহোদয় থানায় উপস্থিত হলে থানার অফিসার ইনচার্জ-এর নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস পুলিশ দল পুলিশ সুপার মহোদয়কে গার্ড অব অনার” প্রদান করা হয়।

পরে পুলিশ সুপার মহোদয় ক্রমান্বয়ে থানা কম্পাউন্ড, মালখানা, হাজতখানা, সেরেস্তা, সরকারি অস্ত্র,গুলি, থানা পুলিশের বিভিন্ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন ও থানায় কর্মরত অফিসার ফোর্সদের দৈনন্দিন কার্যক্রম এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারসমূহ পর্যালোচনা পূর্বক পরিদর্শন বহিতে সাক্ষর করেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় থানা এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়মিত টহল জোরদার, গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধির মাধ্যমে গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি ও মাদক বিরোধী অভিযান পরিচালনা করাসহ মামলা তদন্তের ক্ষেত্রে গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করে উপস্থিত সকলকে পেশাদারিত্বের সাথে দৈনন্দিন কাজ করার আহ্বান জানান।

এসময় সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান-আল-আলম, শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার জাহিদ; পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আব্দুল লতিফ মিয়াসহ থানায় কর্মরত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category