রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
ফ্যাসিবাদী শাসনের অবসান হলেও কাঠামো টিকে আছে, নতুন দেশ গড়তে লড়াই অব্যাহত থাকবে বক্তব্যে বললেন এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম।
জাতীয় নাগরিক পাটি (এনসিপি) আয়োজিত পদযাত্রা শেষে কুড়িগ্রামে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ জুলাই) বিকেলে শহরের ঘোষপাড়া মোড়ে আয়োজিত এই সভায় প্রধান অতিথির বক্তব্যে- এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “জুলাই আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট শাসনের পতন ঘটলেও সেই ফ্যাসিস্ট কাঠামো এখনো টিকে আছে। এখনও দেশে রয়েছে মাফিয়াতন্ত্র, দখলদারিত্ব, সন্ত্রাস। লড়াই শেষ হয়নি, এই লড়াই চলছে এবং চলবে নতুন একটি দেশ গঠনের লক্ষ্যে।” তিনি আরও বলেন, “কুড়িগ্রাম মানেই অধিকারবঞ্চিত চরবাসীর লড়াই, ভূমিহীন মানুষের সংগ্রাম, সীমান্তে কান্না আর ফেলানীর ঝুলন্ত লাশের বেদনা। কুড়িগ্রাম মানে তিস্তা চুক্তির লড়াই, তারামন বিবির অস্ত্রধারণ, জুলাই আন্দোলনের প্রতিচ্ছবি। এই মর্যাদার কুড়িগ্রাম গড়তে এনসিপির পতাকা তলে সবাইকে আহ্বান জানাই।” পথসভায় আরও বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহসহ সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ। এর আগে নাহিদ ইসলাম রাজারহাটেও এক পথসভায় বক্তব্য দেন। এনসিপি নেতারা বলেন, জনগণের অধিকার আদায়ে রাজপথে থেকে লড়াই অব্যাহত থাকবে।
Leave a Reply