মোঃ খান সোহেল নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোণার দুর্গাপুর পৌরসভা ৩নং ওয়ার্ডে ঘণবসতি তেরীবাজার এলাকায় ময়লার ভাগাড় জমে থাকায় স্থানীয় বাসিন্দাদের বসবাস করা অসম্ভব হয়ে পরেছে । এবং পথযাত্রীদের চলাচলের সময় তীব্র দূর্গন্ধের কারনে পরিবেশ দোষন ও জন স্বাস্থ্যের জন্য বর্তমানের মারাক্তক হুমকি হয়ে দাড়িয়েছে। অনুসন্ধান করে জানা যায় পৌরসভার ভিতরে ময়লা ফেলার কোন ডাষ্টবিন নেই। যাও দুই এক যায়গায় আছে তাও ভাঙ্গাচুড়া। অনেক সময় রাস্তার পরিচ্ছন্নতা কর্মিরা বাধ্য হয়ে ময়লা ফেলে দিচ্ছে এই স্বানে। তা ছাড়া ৩নং ওয়ার্ডের পশ্চিম দিকের শেষ মাথায় তেরীবাজার বালু ও গোদারা ঘাটের দুই পাশে প্রকাশ্যে ময়লা আবর্জনা ফেলা হচ্ছে। স্থানিয় বাসিন্দা মোঃ তুতা মিয়া, আমিনুল মিয়া, সোহেল মিয়া, রনি, মোঃ মেছের মিয়া, মোঃ শরিফুল হাসান সহ অনেকে জানান প্রায় সময়ে এই স্থানে রাতের বেলায় আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে সৃষ্ট ধোয়ায় শিশু সহ বয়স্ক ব্যক্তিরা শা¦স কষ্ট সহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন। স্থানিয়দের অভিযোগ এই গুলো দেখার যেন কেউ নেই। সবার মুখে এখন প্রশ্ন বহু পুরাতন এই পৌরসভার সেবা মিলবে কবে? এই ব্যাপারে দুর্গাপুর পৌর প্রশাসক ও সুযোগ্য নির্বাহী কর্মকর্তা মোঃ নাভিদ রেজওয়ানুল কবীর সংবাদ কে বলেন বিষয়টি দীর্ঘদিনের। উপজেলায় ময়লা ফেলার জন্য নিজস্ব কোনো ভাগার কিংবা ডাম্পিং স্টেশন নেই। এটি গুরত্ব দিয়ে অতি সত্তর ব্যবস্থা গ্রহন করা হবে।
Leave a Reply