উখিয়া প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়া টিভি টাওয়ার সংলগ্ন এলাকায় বেপরোয়া ট্রাকের ধাক্কায় আব্দুস সালাম (৫৫) নামের এক টমটম যাত্রী গুরুতর আহত হয়েছেন।
দুর্ঘটনাটি ঘটেছে আজ ৮ মে ২০২৪, বৃহসপতিবার বিকেল ৪টা ১০ মিনিটের দিকে।
আহত আব্দুস সালাম বর্তমানে কুতুপালং এমএসএফ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শাহপরীর হাইওয়ে ফাঁড়ির এসআই আজিজ জানান, দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে ঘাতক ট্রাক (ঢাকা মেট্রো ঢ-১১-৭৫৯২) ও চালককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রত্যক্ষদর্শী শফিউল আলম বলেন, “ট্রাকটি বেপরোয়া গতিতে এসে একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে রং সাইটে চলে যায় এবং টমটমটিকে সজোরে ধাক্কা দেয়, এতে যাত্রী গুরুতর আহত হন।”
ঘটনার পর স্থানীয় জনতা, সাংবাদিক ও এপিবিএন সদস্য মো. মাসুদ রানার সহায়তায় ঘাতক চালক ও ট্রাকটি হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আহতের মেয়ে ফাতেমা আক্তার বলেন, “আমার বাবার অবস্থা খুবই আশঙ্কাজনক। আমি দোষীদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।”
Leave a Reply