July 8, 2025, 6:33 pm

উলিপুরে আফরোজা বেগমকে সভাপতি হাবিবুর রহমানকে সাঃ সম্পাদক করে বিএনপির ওয়ার্ড কমিটি ঘোষণা

Reporter Name
  • Update Time : Saturday, June 28, 2025
  • 123 Time View

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের উলিপুরে গুনাইগাছ ইউনিয়ন ২নং ওয়ার্ড বিএনপির কমিটি ঘোষনা করা হয়েছে। শুক্রবার (২৭ মে) বিকেলে উপজেলার গুনাইগাছ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান ও সদস্য সচিব শাহাজাহান সিরাজের পরিচালনায় সুশৃঙ্খলভাবে ২নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের হাজারেরও অধিক গণ ভোটে আফরোজা বেগমকে সভাপতি ও হাবিবুর রহমান রিপনকে সাধারণ সম্পাদক করে ৫ সদস্য বিশিষ্ট ইউনিয়ন ওয়ার্ড কমিটি ঘোষনা করা হয়।

জানা যায়, ওয়ার্ড সভাপতি পদে উজ্জ্বল মিয়া, বর্তমান ইউপি সদস্য মঞ্জু মিয়া ও ইউনিয়ন বিএনপির সদ্য বিদায়ী কোষাধ্যক্ষ আফরোজা বেগম এ তিন জনের মাঝে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা হয়। এ প্রতিদ্বন্দ্বিতায় হাজারেরও অধিক গণভোটে আফরোজা বেগম ওয়ার্ড বিএনপি সভাপতি পদে নির্বাচিত হন। বিজয়ীদের নাম ঘোষণা করেন গুনাইগাছ ইউনিয়ন বিএনপির প্রধান সমন্বয়ক উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুর রশিদ।

উপজেলা বিএনপির ১নং যুগ্ম আহবায়ক ওবায়দুর রহমান বুলবুল গুনাইগাছ ইউনিয়ন ২নং ওয়ার্ড কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ন আহ্বায়ক আবুল কালাম আজাদ, সদস্য নুরুজ্জামান বাচ্চু, আনারুল ইসলাম খোকা ও গুনাইগাছ ইউনিয়ন আহ্বায়ক কমিটির যুগ্ন আহ্বায়ক শাহাজাদা সরকার প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category