July 8, 2025, 6:28 pm

কালিহাতীতে ভক্তিময় পরিবেশে অনুষ্ঠিত বিশাল রথযাত্রা

Reporter Name
  • Update Time : Saturday, June 28, 2025
  • 22 Time View

সৈয়দ মহসীন হাবীব সবুজ, বিশেষ প্রতিনিধি:

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় আয়োজন করা হয় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা, যেখানে হাজারও ভক্ত ভগবান জগন্নাথ দেবের রথ টানার সৌভাগ্যে অংশ নেন।

শুক্রবার (২৭ জুন) বিকেল চারটায় কালিহাতী উপজেলার প্রধান প্রধান সড়কে শুরু হয় এ বর্ণাঢ্য রথযাত্রা। এতে অংশ নেন নানা শ্রেণি-পেশার অসংখ্য নারী-পুরুষ, শিশু-কিশোর, যুবক-যুবতীসহ এলাকার ধর্মপ্রাণ মানুষ। রথযাত্রাকে ঘিরে পুরো এলাকা পরিণত হয় এক আনন্দঘন, ভক্তিময় পরিবেশে। চারপাশে ভক্তদের কীর্তন, ঢাক-ঢোলের বাজনা আর জয় জগন্নাথ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে।

হিন্দু ধর্ম মতে, ভগবান জগন্নাথ দেব, তাঁর ভ্রাতা বলরাম এবং বোন সুভদ্রার সঙ্গে রথে চড়ে ভক্তদের মাঝে উপস্থিত হন। বিশ্বাস করা হয়, রথযাত্রায় অংশগ্রহণ ও রথের দড়ি টানলে পুণ্য লাভ হয় এবং জীবনের সব বিপদ-আপদ দূর হয়। ভক্তরা বলেন, এটি শুধু একটি উৎসব নয়, বরং ঈশ্বরের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা এবং আত্মিক শুদ্ধির এক মহান উপলক্ষ।

রথযাত্রা উপলক্ষে কালিহাতীতে নেওয়া হয়েছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে ছিল। পাশাপাশি বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের স্বেচ্ছাসেবক দল সার্বক্ষণিক দায়িত্ব পালন করে।

রথযাত্রা শেষে বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান, প্রসাদ বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়। ভক্তরা জানান, এই রথযাত্রা সামাজিক সম্প্রীতি, শান্তি এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

শেষে, তারা আশাবাদ ব্যক্ত করেন, জগন্নাথ দেবের কৃপায় সব মানুষের জীবন ভরে উঠবে শান্তি, সুখ ও সমৃদ্ধিতে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category