সৈয়দ মহসীন হাবীব সবুজ, বিশেষ প্রতিনিধি:
টাঙ্গাইলের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শরীফা হক তৃণমূলের উন্নয়ন, শিক্ষার অগ্রগতি এবং পরিবেশ রক্ষার বার্তা নিয়ে বৃহস্পতিবার (২৬ জুন) নাগরপুর উপজেলায় দিনভর নানা কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
সকালে তিনি নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়সহ বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করেন। এসব দপ্তরের কার্যক্রম ঘুরে দেখেন এবং সর্বোচ্চ দায়িত্বশীলতা ও জনসেবার মান নিশ্চিত করার আহ্বান জানান।
পরিবেশকে পলিথিনমুক্ত রাখতে ব্যবসায়ীদের মাঝে বিতরণ করেন পরিবেশবান্ধব পাটের ব্যাগ।
পাশাপাশি অসচ্ছল নারীদের মাঝে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে উপহার দেন সেলাই মেশিন, যা তাদের স্বাবলম্বী হওয়ার পথে নতুন আশার আলো জ্বালাবে।
পরে তিনি সহবতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। শিক্ষার্থীদের সাথে সময় কাটিয়ে তাদের পড়াশোনা, শৃঙ্খলা ও ভবিষ্যৎ স্বপ্ন নিয়ে কথা বলেন। শিশুদের প্রাণবন্ত উপস্থিতি ও সরল হাসিতে মুখর হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ।
বিকেলে নাগরপুর সরকারি কলেজ মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত ‘গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫’-এর ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। উপচে পড়া দর্শক চারতলা শিক্ষা প্রতিষ্ঠানে কোথাও সুঁই ফেলার জায়গা নেই, দর্শকদের উচ্ছ্বাস, খেলোয়াড়দের প্রাণশক্তি আর আনন্দঘন পরিবেশ পুরো নাগরপুরে ছড়িয়ে পড়ে।
উন্নয়ন, অনুপ্রেরণা, মানবিক সহায়তা ও পরিবেশ রক্ষার সম্মিলিত বার্তা নিয়ে জেলা প্রশাসকের এ সফর নাগরপুরবাসীর হৃদয়ে আশার নতুন দিগন্ত উন্মোচন করেছে।
Leave a Reply