July 8, 2025, 5:13 pm

তরুণ সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন কে দৈনিক গণকণ্ঠ-এ চকরিয়া প্রতিনিধি হিসেবে নতুন দায়িত্ব।

Reporter Name
  • Update Time : Thursday, June 26, 2025
  • 17 Time View

🌟 শিক্ষক ও সাংবাদিক আব্দুল্লাহ আল মামুনকে

আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা 🌟

অভিনন্দন জানাই
হারবাং, চকরিয়া, কক্সবাজার-এর গর্বিত সন্তান,
সম্মানিত শিক্ষক মৃত: মো: ওমর সাহেবের সুযোগ্য পুত্র,
নিজেও একজন আলোকিত শিক্ষক ও সমাজ সচেতন তরুণ,
আব্দুল্লাহ আল মামুন কে
দৈনিক গণকণ্ঠ-এ চকরিয়া প্রতিনিধি হিসেবে
নতুন দায়িত্ব গ্রহণ করায়।

একজন শিক্ষক হিসেবে আপনি যেমন ভবিষ্যৎ প্রজন্মকে আলোর পথে গড়ে তুলছেন,
তেমনি একজন সাংবাদিক হিসেবে জাতিকে জানাচ্ছেন সত্য ও বাস্তবতার কথা।
দুটি মহান পেশার সম্মিলন আপনার জীবন ও কাজকে করে তুলেছে আরও মহিমান্বিত।

আপনার চিন্তা, চেতনা ও কলম
হোক জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন,
আপনার পাঠদান হোক আলোর দিশা,
আর সাংবাদিকতা হোক ন্যায়ের অস্ত্র।

আমরা বিশ্বাস করি—আপনার নীতি, মূল্যবোধ ও দায়বদ্ধতা
চকরিয়া তথা সমগ্র কক্সবাজারে
গঠনমূলক সাংবাদিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে।

নতুন এই দায়িত্বে অগ্রগতি, সফলতা ও সম্মানময় ভবিষ্যৎ কামনা করছি।
আপনার পথ চলা হোক আলোকিত ও কল্যাণময়।


Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category