July 8, 2025, 5:15 pm

নাটোরের বাগাতিপাড়ায় স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু।

Reporter Name
  • Update Time : Thursday, June 26, 2025
  • 130 Time View

নাটোরের বাগাতিপাড়ায় স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু।

মো:রাজিবুল ইসলাম বাবু, 

নাটোর সংবাদদাতা :-

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় মোছাঃ সাবিনা আক্তার (১৬) নামে এক স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে।

মৃত্যুবরণকারী সাবিনা আক্তার উপজেলার চিমনাপুর গ্রামের মোঃ জমশেদ রানা ও মোছাঃ শেফালী বেগম দম্পতির কন্যা। সে দয়ারামপুর ইউনিয়নের ০৪ নং ওয়ার্ডের লক্ষণহাটি স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্রী ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে সে তরল কীটনাশক পান করে অসুস্থ হয়ে পড়ে। পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টা ২০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে কী কারণে সাবিনা এমন আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে, তা এখনো জানা যায়নি। পরিবার ও স্থানীয়দের কাছ থেকেও সুস্পষ্ট কোনো তথ্য মেলেনি।

এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ ( তদন্ত) রিয়াজুল ইসলাম জানান,সংবাদ পেয়ে হাসপাতালে গিয়েছিলাম, মৃত সাবিনা আক্তার’র মা বলেন, ভাই ও বোন দুজনে কথা-কাটাকাটি করছিল, এসময় আমি বকুনি দেই, হঠাৎ সে তরল বিষপান করে।

সাথে সাথেই বাগাতিপাড়া হাসপাতালে নিয়ে আসি তারপরও মেয়েকে বাঁচাতে পারলাম না। 

ওসি তদন্ত আরও বলেন, তবে মেয়েটির বয়স (১৬) বছর বয়সী, বিশেষভাবে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

মো: রাজিবুল ইসলাম বাবু 

নাটোর  সংবাদদাতা।

২৬/৬/২০২৫ ইং-

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category