July 8, 2025, 5:33 pm

প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময় এই প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারে উদযাপিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ পালিত।

Reporter Name
  • Update Time : Wednesday, June 25, 2025
  • 24 Time View

কক্সবাজারে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ


স্টাফ রিপোর্টার, কক্সবাজার:

প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময় এই প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারে উদযাপিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস ২০২৫।
এ উপলক্ষ্যে বুধবার সকালে জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, প্লাস্টিক বর্জ্য পরিবেশের জন্য খুবই ক্ষতিকর। এটি জীববৈচিত্র্য ধংস করার পাশাপাশি মানব স্বাস্থ্যেও নেতিবাচক প্রভাব ফেলে। এ লক্ষে পরিবেশ রক্ষায় প্লাস্টিক দূষণ রোধে জনসচেতনতা বৃদ্ধি এবং বেশি করে বৃক্ষরোপণের আহবান জানান তিনি।
এ ছাড়া জেলার ইসিএ এলাকাগুলোতে কেহ পরিবেশ ও জীববৈচিত্র্য বিনষ্ট করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানান জেলা প্রশাসক।
অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসাইন সজীবের সভাপতিত্বে এতে অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব খান, সিভিল সার্জন ডা: মোহাম্মদুল হক,পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল লতিফ জনি,ক্লাইমেট একশন প্লাটফর্ম, কক্সবাজার এর সভাপতি আবুল কাশেম, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কক্সবাজার জেলা শাখার সভাপতি এইচ এম এরশাদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: শাহীন মিয়াসহ সংশ্লিস্টরা বক্তব্য রাখেন।
সভায় বক্তারা টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সকলে পরিবেশবান্ধব জীবনযাপনে একবার ব্যবহৃত প্লাস্টিক পণ্য ব্যবহার বন্ধে অভ্যস্ত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জেলার পরিবেশবাদী বিভিন্ন সংগঠনের নেতাকর্মীসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সভা শেষে ছাত্র-ছাত্রীদের গাছের চারা বিতরণ করেন জেলা প্রশাসক।
পরে দিবসটি উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ১৫জন বিজয়ী শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category