সৈয়দ মহসীন হাবীব সবুজ, বিশেষ প্রতিনিধি:
পরিবেশ রক্ষা ও শিক্ষার্থীদের মধ্যে সবুজের প্রতি ভালোবাসা সৃষ্টি করতে টাঙ্গাইলের পোড়াবাড়ী উচ্চ বিদ্যালয়ে ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৪ জুন) বিকেল সাড়ে চারটায় বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। টাঙ্গাইল সদর-৫ আসনের ধানের শীষের কান্ডারী, কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক, জনপ্রিয় নেতা জননেতা সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. আজিম উদ্দিন এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক শিরিন আক্তার, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিদ্যালয়ের শিক্ষকরা জানান, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধির পাশাপাশি নিজ হাতে গাছ লাগানোর গুরুত্ব বোঝাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, টাঙ্গাইল সদর উপজেলার কাবিলা পাড়া এলাকায় অবস্থিত পোড়াবাড়ী উচ্চ বিদ্যালয় দীর্ঘদিন ধরে শিক্ষা প্রসারের পাশাপাশি সামাজিক ও পরিবেশ উন্নয়নমূলক বিভিন্ন কর্মকাণ্ডে অংশ নিয়ে আসছে।
পরিবেশবান্ধব ও টেকসই ভবিষ্যতের লক্ষ্যে বিদ্যালয় প্রাঙ্গণে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ ও বিতরণ কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।
Leave a Reply