কক্সবাজার, ২৫ জুন ২০২৫:
“তথ্য অধিকার আইন বাস্তবায়নের মাধ্যমে জবাবদিহিতা ও স্বচ্ছতা বৃদ্ধি” শীর্ষক একটি অ্যাডভোকেসি সভা আজ কক্সবাজারের হোটেল সাইবালে অনুষ্ঠিত হয়েছে। সভার আয়োজন করে রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ (RIB), আর এতে সহায়তা করে ন্যাশনাল এনডাওমেন্ট ফর ডেমোক্রেসি (NED)।
অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন হেলপ কক্সবাজার-এর নির্বাহী সম্পাদক আবুল কাসেম। তিনি বলেন, “তথ্য অধিকার একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক হাতিয়ার, যার মাধ্যমে নাগরিকরা প্রশাসনের কাছে জবাবদিহিতা ও স্বচ্ছতা দাবি করতে পারে।”
সভায় প্যানেল আলোচক হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক এইচ. এম. এরশাদ, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি তৌহিদ বেলাল, প্রধান অতিথি জেলা তথ্য অফিসার আবদুস সত্তার এবং RIB এর প্রতিনিধি শিনুল ইসলাম। তারা বলেন, তথ্য অধিকার আইন বাস্তবায়নে জনগণের সচেতনতা ও প্রতিষ্ঠানের প্রস্তুতি জরুরি, বিশেষ করে স্থানীয় পর্যায়ে।
সভায় আরও উপস্থিত ছিলেন হেলপ কক্সবাজারের সভাপতি আবদুর রহিম বাবু, আইসিটি কো-অর্ডিনেটর জাফর আলম, মানব পাচার প্রতিরোধ ফোরামের সভাপতি আবু বক্কর ও সাধারণ সম্পাদক মো. মাসুম, আমিন উল্লাহ আমিন (সভাপতি) এবং মো. হোসেন সুমন (সাধারণ সম্পাদক)।
বক্তারা বলেন, সুশাসন প্রতিষ্ঠা, স্বচ্ছতা বজায় রাখা এবং জনগণের তথ্য জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যম, সিভিল সোসাইটি এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
সভা শেষে সবাই জনগণের তথ্য জানার অধিকার প্রতিষ্ঠায় একসাথে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
Leave a Reply