এম এ মানিক মন্ডল
নীলফামারী
রাস্তার দুই ধারে সরকারি গাছ কাটার অভিযোগ উঠেছে নীলফামারীর সদর উপজেলার লক্ষীচাপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুর রহমান ও ইউ’পি সদস্য তুলশী চন্দ্র এর বিরুদ্ধে।
গাছ কাটার খবর পেয়ে সোমবার (২৩ জুন ) সকালে সাংবাদিক সেখানে গিয়ে দেখেন, কার্তিক নামে ওয়ার্ড বিএনপির এক নেতা রাস্তার দুই পাশের গাছ দাড়িয়ে থেকে চেয়ারম্যান এর হকুমে যোগসাগজে ওই গাছগুলো কাটার নির্দেশ দেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সদরের লক্ষীচাপ ককই বাজার হতে লক্ষীচাপ ইউনিয়ন পরিষদ এর ব্রিজ বাজার পর্যন্ত রাস্তার দুইধারের প্রায় ১৫ থেকে ২০ বছরের পুরোনো গাছগুলো সৌন্দর্য বর্ধনের সঙ্গে ছায়া দিয়ে আসছিল।
এই পথে চলাচল করে হাজারো মানুষ। তাদেরকে রোদ থেকে রক্ষা করত এই গাছগুলো। শুধু তাই নয়, গাছগুলো থাকার ফলে রাস্তার দুই ধারের মাটি ভেঙ্গে যেত না।
কিন্তু সোমবারে (২৩ জুন) সকালে আইনকানুন না মেনে চেয়ারম্যান মোঃ আমিনুর রহমান ও ইউ’পি সদস্য তুলশী চন্দ্র রায় সব গাছ কাটার নির্দেশ দেন। পরে গাছগুলো সরিয়ে নেন ওয়ার্ড বিএনপির নেতা কার্তিক ও ইউ’পি সদস্য এবং চেয়ারম্যানের লোকজন।
সমাজের শিক্ষিত এক মহল জানায় যে, গত পরশুদিন একাই নিয়মে লক্ষীচাপ ইউনিয়নের চেয়ারম্যান নিতাই নামে এক ব্যক্তিকে গাছ কাটার হুকুম দেন। আজ আবার নীলফামারী সদরের লক্ষীচাপ ইউনিয়নের সরকারি গাছ কাটার যে খবর পাওয়া গেছে, এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের শাস্তির আওতায় আনা হউক।
গাছ কাটার বিষয়ে লক্ষীচাপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুর রহমান কাছে জানতে চাইলে, তিনি অভিযোগ স্বীকার করেন এবং এক কর্মকর্তা কে বলেন, স্যার আমি ভুল করেছি এর পর থেকে আর ভুল হবে না
তবে আমি আবার সেখানে ফলের গাছ লাগিয়ে দিব।
নীলফামারী সদর উপজেলার নির্বাহী অফিসার কে মুঠোফোনে ফোন দিলে তিনি বলেন,,গাছ কাটার ভিডিও এবং লোকেশন আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন আমি ব্যবস্থা নিচ্ছি, তবে পরবর্তীতে আবার মুঠোফোনে ফোন দিলে সাংবাদিক আপডেট জানতে চাইলে তিনি বলেন কোন আপডেট নাই।
Leave a Reply