নেত্রকোনা প্রতিনিধি
জমি নিয়ে দ্বন্দ্বের জেরে নেত্রকোনার পূর্বধলায় স্বজনদের মারধরের শিকার হয়ে নিজ বাড়িতে নিহত হওয়া চাঁন মিয়া হত্যার ঘটনায় প্রকৃত আসামিরা গেল ১৫ দিনেও গ্রেফতার না হওয়ায় বিক্ষোভ করেছে স্বজন ও এলাকাবাসী।
সোমবার দুপুরে জেলার পূর্বধলার জালশুকা মনারকান্দি রেলক্রসিং এলাকায় বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করে স্বজন ও এলাকাবাসী।
এ সময় নিহতের স্বজন ও এলাকাবাসী জানায়, ঈদের পর গত ৯ জুন মাত্র এক হাত জমির জায়গা নিয়ে চাঁন মিয়ার আপন ভগ্নিপতি ফাইজুল ইসলামের সাথে দ্বন্দ্ব হয়।
এরই জেরে বোন জামাই ও ভাগিনা রাসেল মিয়া, আবু সাইদসহ সকলেই চাঁনমিয়াকে বেধড়ক মারপিট করে হত্যা করে।
এতে চাঁন মিয়ার বড় ভাই আবুল কাশেম আহত হন।
এ ঘটনায় নিহতের স্ত্রী রশিদা বেগম বাদী হয়ে ১৫ জনকে আসামি করে পুর্বধলা থানায় মামলা দায়ের করেন।
কিন্তু গেল ১৫ দিনে তিনজনকে গ্রেফতার করলেও ঘটনার মূল হোতারা কেউই গ্রেফতার হয়নি।
যে কারণে এই হত্যার মূল আসামিদের গ্রেফতার পুর্বক বিচারের দাবিতে তারা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছে।
এই ঘটনায় পূর্বধলা থানার ওসি নুরুল আলম জানান, এরই মধ্য তিনজন আসামিকে গ্রেফতার করা হয়েছে, ঘটনায় জড়িত সকল আসামীকে গ্রেফতারের প্রচেষ্টা অব্যাহত আছে।
Leave a Reply