শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১২:২৬ অপরাহ্ন
Headline :
বান্দরবানে রুমায় সেপ্রু মৌজায় তিন বছর ধরে হেডম্যান নেই: প্রশাসনের পুনরায় মাঠপর্যায়ে কার্যক্রম শুরু রোহিঙ্গা ও উপকূলীয় জনগোষ্ঠীর টেকসই উন্নয়নে বৈশ্বিক সংহতির আহ্বান হেলপ কক্সবাজারের নির্বাহী পরিচালক আবুল কাশেম কালিহাতীতে বিএনপি’র দলীয় মনোনয়ন প্রাপ্ত মতিনের সাথে দিনরাত জনসংযোগ উখিয়ায় আন্তঃউপজেলা বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত: পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধির আহ্বান। দুর্গাপুরে চাপাতির কোপে সাংবাদিক লুৎফুজ্জামান ফকির গুরুতর আহত শেরপুর শ্রীবরদীতে কাঠবোঝাই ভ্যান উল্টে চালকের মর্মান্তিক মৃত্যু দুই নারীর নেতৃত্বে এগিয়ে যাচ্ছে সবুজ আন্দোলন নারী পরিষদ পাহাড়ে পিসিপি জেএসএস প্রতিষ্ঠাতা মানবেন্দ্র নারায়ন লারমার ৪২তম মৃত্যুবার্ষিকী পালন মুক্তি কক্‌সবাজার কর্তৃক বাস্তবায়িত “GGE2.0” প্রকল্পের বিস্তারিত বাস্তবায়ন পরিকল্পনা (DIP) প্রস্তুতি কর্মশালা Pubali Bank PLC. Chittagong Principal office recently organized ADC Business Review Meeting

ঝিনাইগাতীতে আসামীরা জামিনে ছাড়া পেয়ে মামলা তুলে নিতে বাদিকে হুমকি, নিরাপত্তাহীনতায় বাদির পরিবার

মো: রিয়াজ স্টাফ রিপোর্টার

শেরপুরের ঝিনাইগাতীতে জামিনে ছাড়া পেয়ে আসামি পক্ষের লোকদের বিরুদ্ধে মমলা তুলে নিতে আলাল উদ্দিন নামে বাদিকে হুমকি প্রদর্শনের অভিযোগ উঠেছে। আলাল উদ্দিন উপজেলা সদর ইউনিয়নের দড়িকালিনগর গ্রামের আব্দুল করিমের ছেলে। আলাল উদ্দিন জানান তার প্রতিবেশী প্রভাবশালী বক্কর মিয়া, জিহাম, আজহার আলী, নুরজামাল,ইসমাইল হোসেন গংদের সাথে জমির সীমানা নিয়ে বিরুদ্ধ চলে আসছিল।

এ নিয়ে স্থানীয়ভাবে বিভিন্ন সময় একাধিকবার দেনদরবার ও হয়েছে। কিন্তু বক্কর মিয়া গংরা কোন দেনদরবারই মানতে রাজি না। গত ৯ জুন সোমবার বক্কর মিয়া গংরা স্থানীয় একটি প্রভাবশালী মহলের মদদে দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে আলাল উদ্দিনের বাড়িতে হামলা চালায়। এতে জহিরন বেগম,দুলাল মিয়া, জুয়েল মিয়া গুরুতরভাবে আহত হয়। এসময় বক্কর গংরা বাড়িতে ভাংচুর ও লুটপাট চালিয়ে ক্ষতি সাধন করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে ঝিনাইগাতী ও পরে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক আহতদের শেরপুর জেলা সদর হাসপাতাল প্রেরন করে।

অভিযোগ রয়েছে, আসামী পক্ষের লোকদের হুমকির মুখে হাসপাতালে চিকিৎসা করাতে না পেয়ে বাড়িতে এনে রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এব্যাপারে গত ১৪ জুন আলাল উদ্দিন বাদি হয়ে বক্করসহ ১০ জনকে আসামী করে ঝিনাইগাতী থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় আদালত থেকে আসামিরা জামিনে ছাড়া পেয়ে মামলা তুলে নিতে বাদিকে আলাল উদ্দিন ও তার পরিবারের লোকজনকে নানাভাবে ভয়ভীতি ও প্রাননাসের হুমকি প্রদর্শন করে আসছে। ফলে আলাল উদ্দিন ও তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ বিষয়ে আলাল উদ্দিন থানায় আরও একটি অভিযোগ দায়ের করেন। থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) রবিউল আজম বলেন পরবর্তী আভিযোগের বিষয়টি আইগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page