উখিয়া (কক্সবাজার): রবিবার
“সবাই মিলে গড়ব দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ”—এই প্রতিপাদ্যে কুতুপালং উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা-২০২৫ এর চূড়ান্ত পর্ব।
বিতর্কের বিষয় ছিল: “রাষ্ট্রের উন্নয়নের পথে দুর্নীতিই প্রধান অন্তরায়”। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের যুক্তির মাধ্যমে দুর্নীতির ক্ষতিকর প্রভাব এবং এর বিরুদ্ধে সামাজিক সচেতনতার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ গুলশান আনোয়ার প্রধান, উপ-পরিচালক, দুর্নীতি দমন কমিশন (দুদক), সমন্বিত জেলা কার্যালয়, কক্সবাজার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মামুনুর রশিদ, উপ-সহকারী পরিচালক, দুদক কক্সবাজার; মোহাম্মদ উল্লাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, উখিয়া; মোহাম্মদ বদরুল আলম, উপজেলা একাডেমিক সুপারভাইজার, উখিয়া; আবদুল মান্নান,বেসরকারী উন্নয়ন সংস্থা ও উখিয়ার প্রথম হোস্ট অধিকার আদায়ের সংস্থা হেলপ কক্সবাজার এর নির্বাহী পরিচালক আবুল কাশেম, প্রধান শিক্ষক, কুতুপালং উচ্চ বিদ্যালয় এবং এস.এম আনোয়ার হোসেন, সভাপতি, উখিয়া প্রেসক্লাব।
সভাপতিত্ব করেন প্রফেসর ফজলুল করিম, সভাপতি, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, উখিয়া।
সঞ্চালনায় ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ আবদুর রহিম, দুদক পিপি কক্সবাজার ও সাধারণ সম্পাদক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, উখিয়া।
অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়, কক্সবাজার এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, উখিয়া।
বক্তারা বলেন, দুর্নীতি জাতির অগ্রগতির পথে সবচেয়ে বড় বাধা। এ বাধা দূর করতে শিক্ষার্থীদের সচেতনতার পাশাপাশি সামাজিক ও প্রশাসনিক উদ্যোগ প্রয়োজন। বিতর্ক শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় এবং সবাই দুর্নীতিবিরোধী অঙ্গীকার ব্যক্ত করেন।
Leave a Reply