উখিয়া (কক্সবাজার), ২১ জুন ২০২৫:
উখিয়ার রাজাপালং এলাকায় এক শিক্ষকের বসতঘরে দিনের বেলায় সংঘটিত এক চুরির ঘটনায় নগদ টাকা, স্বর্ণালংকার ও গুরুত্বপূর্ণ কাগজপত্র খোয়া গেছে। ভুক্তভোগী শিক্ষক মাষ্টার আবুল কালাম, পিতা মৃত মৌলভী নুর আহমদ, উক্ত বিষয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে উখিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ২১ জুন দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিটের মধ্যে যে কোনো সময়ে রাজাপালং ইউনিয়নের ২নং ওয়ার্ডস্থ তার নিজ বাসায় এ চুরির ঘটনা ঘটে। অভিযোগে তিনি উল্লেখ করেন, চুরি সংঘটিত হওয়ার সময় তার স্ত্রী ঘরের দরজায় তালা দিয়ে পাশের বাড়িতে যান। ফিরে এসে দরজা ভেতর থেকে বন্ধ পেয়ে তাকে ফোন করেন। পরে তারা রান্নাঘরের পেছনের দরজা খোলা পেয়ে ঘরে প্রবেশ করে দেখতে পান বারান্দার টিন কাটা এবং ঘরের মালামাল ছড়ানো-ছিটানো অবস্থায় আছে।
চোরেরা ঘরে থাকা একটি স্টিলের আলমিরা, ড্রেসিং টেবিল ও ওয়্যারড্রপ ভেঙে সেখান থেকে ৪ লাখ ৫০ হাজার টাকা নগদ, প্রায় ১৮.৫ ভরি স্বর্ণালংকার (মূল্য প্রায় ৩৩ লাখ ৩০ হাজার টাকা) ও বিভিন্ন মূল্যবান কাগজপত্র নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ঘটনার প্রত্যক্ষ ও পরোক্ষ সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন গৃহকর্ত্রীর পাশাপাশি প্রতিবেশী আব্দুর রহিম, জাফর আলম, সিরাজুল কবিরসহ কয়েকজন।
এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষক আবুল কালাম জানান, “এটি নিছক চুরি নয়, পরিকল্পিতভাবে আমার অনুপস্থিতির সুযোগ নিয়ে ঘরে প্রবেশ করে মূল্যবান সম্পদ নিয়ে গেছে দুর্বৃত্তরা। আমি ন্যায়বিচার চাই।”
এ বিষয়ে উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “অভিযোগটি হাতে পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।”
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ দিনের বেলায় এমন চুরির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন।
Leave a Reply