July 8, 2025, 5:26 pm

Reporter Name
  • Update Time : Saturday, June 21, 2025
  • 75 Time View

নেত্রকোণায় জেলা মটরযান কর্মচারী ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন অনুষ্ঠিত

নেত্রকোণা প্রতিনিধিঃ
মোঃ খান সোহেল

ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে নেত্রকোণা জেলা মটরযান কর্মচারী ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০জুন ২০২৫) নেত্রকোণা জেলা মটরযান কর্মচারী ইউনিয়ন অফিস প্রাঙ্গনে অনুষ্ঠিত নির্বাচনে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৫টা পর্যন্ত।নির্বাচনে ১০টি পদের বিপরীতে মোট ২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন।

নেত্রকোণা জেলা মটরযান কর্মচারী ইউনিয়নের নেত্রকোণার ১০টি উপজেলায় মোট ১১২৮৮ জন ভোটারের মধ্যে ৮৩২২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

বিকেল থেকে শুরু হয়ে রাতভর ভোট গণনা শেষে ২১ জুন শনিবার সকালে ফলাফল ঘোষণা করেন মটরযান কর্মচারী ইউনিয়ন ত্রিবার্ষিক নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার শফিক হাওলাদার।

নির্বাচনে মোঃ আব্দুল জলিল গরুর গাড়ি প্রতীকে ৫৩০২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয় এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ সিদ্দিকুর রহমান চাকা প্রতীকে পান ২৪৮৭ ভোট। সাধারণ সম্পাদক হিসেবে মোঃ সাইফুল ইসলাম হারিকেন প্রতীকে ৪৫১৯ ভোট পেয়ে নির্বাচিত হন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ সুলতু মিয়া বালতি প্রতীকে পান ৩৩৯২ ভোট।

এছাড়াও মটরযান কর্মচারী ইউনিয়নের কার্যকরী সভাপতি হিসেবে মোঃ শেখ সেলিম, সহ- সভাপতি মোঃ বজলুল রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তারিফুর রহমান রিপন, সহ -সাধারণ সম্পাদক ফাহাদ আহমেদ স্বাধীন, সাংগঠনিক সম্পাদক মোঃছাদেক খান, প্রচার সম্পাদক নিজাম হোসেন ভূইয়া, কোষাধ্যক্ষ মোঃকামরুল ইসলাম ও দপ্তর সম্পাদক হিসেবে মোঃ ওয়াজিবুল্লাহ্ শামীম নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য,উক্ত নির্বাচনে সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ,নেত্রকোণার রাজনৈতিক, সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category