July 8, 2025, 6:27 pm

টাঙ্গাইলে অনুষ্ঠিত হলো মৎস্য শিকার প্রতিযোগিতা-২০২৫

Reporter Name
  • Update Time : Saturday, June 21, 2025
  • 131 Time View

সৈয়দ মহসীন হাবীব সবুজ,
টাঙ্গাইল জেলা প্রতিনিধি :

টাঙ্গাইলের সৌখিন মৎস্য শিকারি সমিতির আয়োজনে ২০২৫ সালের মৎস্য শিকার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ জুন) সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত দিনব্যাপী এ প্রতিযোগিতা টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত শিকারীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতা শেষে সর্বোচ্চ ওজনের মাছ শিকারের ভিত্তিতে মোট ১৩ জন বিজয়ীর হাতে
পুরস্কার তুলে দেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্লাহ আল মামুন।

সর্বোচ্চ ১৭ কেজি ২০০ গ্রাম ওজনের মাছ শিকার করে প্রথম স্থান অর্জন করেন টাঙ্গাইলের জুনাইসা জান্নাত খান। তিনি পুরস্কার হিসেবে পেয়েছেন ১০ লক্ষ টাকা। দ্বিতীয় ৯ কেজি ৮০০ গ্রাম,
রসু ও জিসান, ৫ লক্ষ টাকা। তৃতীয় ৮ কেজি ৩০০ গ্রাম, ভুয়াপুরের তিন বন্ধু, ৩ লক্ষ টাকা
চতুর্থ স্থান ৮ কেজি ২০০ গ্রাম, চট্টগ্রামের জাকু, ১ লক্ষ ৫০ হাজার টাকা। পঞ্চম স্থান
৮ কেজি ৫৫ গ্রাম, ময়মনসিংহের কামরুল ইসলাম, ১ লক্ষ ৩০ হাজার টাকা। ষষ্ঠ স্থান ৭ কেজি ৭৩০ গ্রাম , ঢাকা থেকে আগত পিয়াল, ১ লক্ষ ২০ হাজার টাকা। সপ্তম স্থান ৭ কেজি ৬২২ গ্রাম , কুমিল্লা’র পাবেল ও সুমন, ১ লক্ষ ১০ হাজার টাকা। অষ্টম
৫ কেজি ৫৫০ গ্রাম, ফেনীর সানাউল্লাহ, ১ লক্ষ ৫ হাজার টাকা।
নবম স্থান ৭ কেজি ৫১৫ গ্রাম,
ঢাকার কেরানীগঞ্জের থেকে আগত পেয়েছেন ১ লক্ষ টাকা। দশম স্থান
৭ কেজি ৫১৫ গ্রাম , কুমিল্লার দুই বন্ধু, ৯০ হাজার টাকা। একাদশ স্থান
৭ কেজি ৪৫০ গ্রাম, চাঁদপুরের শাহরাস্তি’র হারুন ও ফরিদ, ৮৫ হাজার টাকা। দ্বাদশ স্থান
৭ কেজি ৩৮০ গ্রাম, চট্টগ্রামের লেদো ভান্ডারী, ৮৩ হাজার টাকা। সর্বশেষ বিজয়ী , ত্রয়োদশ স্থান
৭ কেজি ওজন, ফেনী’র বিদ্যুৎ, ৮০ হাজার টাকা।

পুরো প্রতিযোগিতাটি ছিল অত্যন্ত উপভোগ্য ও প্রতিযোগিতামূলক। স্থানীয় ও বহিরাগত প্রতিযোগীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। আয়োজকরা জানান, এই প্রতিযোগিতা অব্যাহত থাকবে এবং আগামী ১১ জুলাই আরও বড় পরিসরে প্রতিযোগিতা হবে ইনশাআল্লাহ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category