বিশেষ প্রতিনিধি
১৯ জুন, বৃহস্পতিবার বিকাল ৩টায় ৩১দফা বাস্তবায়নের দাবিতে বোয়ালখালী পৌরসভা ৬ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক বর্ণাঢ্য মিছিল অনুষ্ঠিত হয়। আজিজ ভাই ও শওকত ভাইয়ের নেতৃত্বে আয়োজিত এ মিছিলটি ৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং স্থানীয় জনগণের মাঝে ব্যাপক উৎসাহ ও আগ্রহ সৃষ্টি করে।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন বোয়ালখালী পৌরসভা যুবদলের আহ্বায়ক মোঃ লোকমান, যুগ্ম আহ্বায়ক মোঃ শাহাদাত হোসেন, মোরশেদ আলম, মোহাম্মদ ইউনুস ও মোঃ ইকবালসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
নেতৃবৃন্দ বলেন, এই ৩১দফা শুধু একটি রাজনৈতিক দল নয়, দেশের জনগণের দাবি। তারা উল্লেখ করেন, দেশের বর্তমান পরিস্থিতিতে জনগণের অধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য এই দাবিগুলোর বাস্তবায়ন অপরিহার্য
মিছিলে অংশগ্রহণকারীরা ‘৩১দফা মানতে হবে’, ‘গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে’ প্রভৃতি স্লোগান দেন। তারা জানান, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়েই এই দাবিগুলো বাস্তবায়নে রাজপথে থেকে আন্দোলন চালিয়ে যাওয়া হবে।
শেষে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে শপথ নেন— দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকবেন এবং গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাবেন।
মিছিলটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং এলাকাজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
Leave a Reply