July 8, 2025, 6:24 pm

বিশ্ব শরণার্থী দিবসে শরণার্থীদের প্রতি এবি পার্টির সংহতি প্রকাশ

Reporter Name
  • Update Time : Friday, June 20, 2025
  • 140 Time View


বিশ্ব শরণার্থী দিবসে শরণার্থীদের প্রতি এবি পার্টির সংহতি প্রকাশ

নিউজ ডেস্ক:, ২০ জুন ২০২৫:
বিশ্ব শরণার্থী দিবস ২০২৫ উপলক্ষে শরণার্থীদের প্রতি সংহতি ও সহমর্মিতা প্রকাশ করেছেন এবি পার্টির শরণার্থী বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক শামসুল হক শারেক

এক বিবৃতিতে তিনি বলেন, “শরণার্থীরা তাদের ভাগ্যে বেছে নেয়নি—তাদের বাস্তুচ্যুত করেছে যুদ্ধ, সহিংসতা, নিপীড়ন ও বৈষম্য। তাদের পাশে দাঁড়ানো শুধুমাত্র নৈতিক দায়িত্ব নয়, এটি আমাদের মানবিক কর্তব্য।”

শারেক আরও বলেন, “বিশ্বের সর্ববৃহৎ মানবিক সংকটগুলোর অন্যতম রোহিঙ্গা সমস্যা। বাংলাদেশ সরকার যে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে, তা বিশ্ববাসীর কাছ থেকে যথাযথ সহযোগিতা পাওয়ার দাবি রাখে। কিন্তু বাস্তবতা হলো, আন্তর্জাতিক তহবিল ক্রমাগত কমে আসছে, যা মানবিক সহায়তা কার্যক্রমকে ঝুঁকিতে ফেলেছে।”

তিনি জোর দিয়ে বলেন, “এবি পার্টি সবসময় বিশ্বাস করে, শরণার্থীদের নিরাপত্তা, মৌলিক অধিকার, শিক্ষার সুযোগ এবং মর্যাদার সঙ্গে জীবনযাপনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। আর এই কাজ শুধু সরকারের একার নয়—এতে রাজনৈতিক দল, নাগরিক সমাজ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।”

শরণার্থীদের আশ্রয়দানে বাংলাদেশের প্রশংসা করে তিনি বলেন, “বিশ্ব যখন সীমান্ত বন্ধ করে, তখন বাংলাদেশ তাদের হৃদয়ের দুয়ার খুলে দিয়েছিল। এই সাহসিকতা এবং উদারতা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।”

সাংবাদিক শামসুল হক শারেক এ সময় জাতিসংঘ, ওআইসি, ইউরোপীয় ইউনিয়নসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি আহ্বান জানান, রোহিঙ্গা ও অন্যান্য শরণার্থীদের প্রত্যাবাসন, পুনর্বাসন ও মানবাধিকার রক্ষায় যেন তারা আরও কার্যকর, সুসংগঠিত এবং টেকসই ভূমিকা পালন করে।

সংহতির এই বার্তায় তিনি সকল মানবিক সংগঠন, তরুণ সমাজ ও সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, “শরণার্থীদের পাশে দাঁড়ানো কোনো দয়া নয়—এটি আমাদের বিবেকের দাবি। তাদের গল্পগুলো তুলে ধরুন, তাদের কণ্ঠস্বর পৌঁছে দিন নীতিনির্ধারকদের দরজায়।”


Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category