মোঃ খান সোহেল নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোণা বিআরটিএ কার্যালয় ও আশপাশের কিছু ফটোস্ট্যাট ও কম্পিউটারের দোকানে অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়েছে দুদক।
বুধবার দুপুরে ময়মনসিংহ দুদক কার্যালয়ের সহকারি পরিচালক ভুলু মিয়ার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
এসময় বিআরটিএর জেলা কার্যালয়ের অতিরিক্ত দ্বায়িত্বে থাকা সহকারি পরিচালক জিএম নাদির হোসেন উপস্থিত না থাকলেও মোটরযান পরিদর্শক রুহুল আমিনসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অভিযান শেষে দুদক সহকারি পরিচালক জানান, গ্রাহক হয়রানি, অবৈধভাবে আর্থিক লেনদেন, দালাল শ্রেণির দৌরাত্মসহ নানান অভিযোগের প্রেক্ষিতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রাপ্ত তথ্য উপাত্ত ও প্রমাণাদির উপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ গ্রহন করা হবে বলেও জানান এই কর্মকর্তা।
Leave a Reply