কুয়েত প্রতিনিধি ||
২০২৫ সালের ঈদুল আজহা উপলক্ষে কুয়েতে অনুষ্ঠিত হলো বরিশাল বিভাগীয় প্রবাসী কল্যাণ পরিষদ কুয়েত-এর আয়োজনে এক জমকালো ঈদ পূর্ণমিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হোসেন আহমেদ আজিজ, এবং সঞ্চালনার দায়িত্বে ছিলেন নজরুল ইসলাম।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও কূটনৈতিক বিশ্লেষক ড. এস এম মনিরুজ্জামান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবিদ ফয়েজ কামাল, কুয়েত ফ্যামিলি ফোরামের সভাপতি আব্দুল হাই ভূঁইয়া, এবং বাংলাদেশ কমিউনিটি কুয়েতের সভাপতি মুরাদুল হক চৌধুরী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সংগঠক মনিরুজ্জামান রুজু, প্রবাসী ব্যক্তিত্ব বিমল কান্তি রায়, শাহানেওয়াজ নজরুল, আলা উদ্দিন আলা, কাজী শওকত, ইদ্রিস আলী সোহাগ, শাহীন আকন সহ কুয়েত প্রবাসী অসংখ্য বাংলাদেশি।
অনুষ্ঠানটি তথ্য ও চিত্র ধারণে সহযোগিতা করেন বাংলা প্রেসক্লাব কুয়েত-এর সাংবাদিকবৃন্দ।
সাংস্কৃতিক অংশে কে বি এম মিলোডি ব্যান্ড মিউজিয়াম-এর শিল্পীরা মনোমুগ্ধকর গান পরিবেশন করেন। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের জন্য নৈশভোজের আয়োজন করা হয়। পরে সভাপতি হোসেন আহমেদ আজিজ ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
কুয়েত থেকে:
দর্পণ টিভি স্টাফ রিপোর্টার,
আমির হোসেন মুন্সী
Leave a Reply