July 8, 2025, 5:08 pm

নেত্রকোনায় আওয়ামী লীগের হঠাৎ করে ঝটিকা মিছিল

Reporter Name
  • Update Time : Friday, June 20, 2025
  • 202 Time View

নেত্রকোনায় আওয়ামী লীগের হঠাৎ করে ঝটিকা মিছিল

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় হঠাৎ করে আওয়ামী লীগের ঝটিকা মিছিল ও সংক্ষিপ্ত বক্তব্যের পৃথক দুটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন গ্রুপে দেখা যাচ্ছে
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে নেত্রকোনায় ঝটিকা মিছিল হয়েছে। আজ শুক্রবার দুপুর থেকে মিছিল ও সংক্ষিপ্ত বক্তব্যের পৃথক দুটি ভিডিও ফেসবুক, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন গ্রুপে দেখা যাচ্ছে। মিছিল ও বক্তব্যের স্থান জেলা শহরের বড় বাজার ও ছোট বাজার এলাকায় আওয়ামী লীগের কার্যালয়ের সামনে নিশ্চিত হলেও সময় বলতে পারছে না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মিছিলটির নেতৃত্ব দিয়েছেন জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ সভাপতি, ও সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়।
পুলিশ ও দলীয় সূত্রে জানা গেছে, গত বছরের ৫,আগস্ট সাবেক আওয়ামী লীগ সরকারের পতনের পর নেত্রকোনা জেলা শহর সহ বিভিন্ন উপজেলায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের বেশ কয়েকটি ঝটিকা মিছিল হয়। অবশ্য এসব ঘটনায় মামলাসহ মিছিলে অংশ নেওয়া কিছু নেতা-কর্মীকে পুলিশ গ্রেপ্তার করে। এরপর গত ১০,মে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল হাফিজ ও জেলা আওয়ামী লীগের নাম লেখা ব্যানার নিয়ে কয়েকজন যুবক একটি ঝটিকা মিছিল করেন। পরে সে মিছিলের একটি ভিডিও ফেসবুকে দেওয়া হয়। তবে ওই মিছিলের স্থান সম্পর্কে এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। আজ শুক্রবার দুপুর থেকে প্রশান্ত কুমারের নেতৃত্বে একটি ঝটিকা মিছিলের ভিডিও ফেসবুকে দেখা যাচ্ছে। খোঁজ নিয়ে জানা যায়, মিছিলটি আজ সকাল প্রায় ৬,টার দিকে এই মিছিলটি করা হয়েছে, এরপর প্রশান্ত কুমার দলীয় কার্যালয়ের সামনে নেতা-কর্মীদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন।
প্রায় দেড় মিনিটের ভিডিওতে দেখা গেছে, লাল গেঞ্জি পরা প্রশান্ত কুমার রায় শারীরিক অসুস্থতার জন্য টেনে টেনে হাঁটছেন। তিনি ও তাঁর সঙ্গে থাকা নেতা-কর্মীরা স্লোগান দিচ্ছেন। মিছিলে বেশ কিছু লোক ছিলেন। তাঁদের বেশির ভাগের মুখে কালো কাপড় ও মাস্ক ছিল।
এ বিষয়ে জানতে যোগাযোগের চেষ্টা করা হলে প্রশান্ত কুমারের মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। ‘আজ সকালে বড় বাজার এলাকায় হঠাৎ করে প্রশান্ত কুমারের নেতৃত্বে বেশ কিছু কর্মী-সমর্থক একত্র হয়ে জয় বাংলা স্লোগান দিয়ে মিছিল শুরু করেন। পরে দলীয় কার্যালয়ের সামনে দাঁড়িয়ে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে প্রায় কয়েক মিনিট বক্তব্য দেন। শেষে যে যাঁর মতো করে চলে যান।’
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহ নেওয়াজ মোবাইল ফোনে বলেন , মিছিল ও বক্তব্য দেওয়ার দুটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি দেখেছি ধারণা করা হচ্ছে, এটি ভোরের দিকে হয়েছে। আজ জেলা মোটরযান শ্রমিক ইউনিয়নের নির্বাচন চলছে। পুলিশের অনেক সদস্য ওই নির্বাচনের দায়িত্বে আছেন। এ সুযোগে তাঁরা ঝটিকা মিছিল করে থাকতে পারেন। যেহেতু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, কাজেই এ ধরনের মিছিল ও বক্তব্য বেআইনি। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category