July 8, 2025, 5:05 pm

কালিহাতীতে চায়না ও কারেন্ট জাল জব্দ ও ধ্বংস: দেশীয় মাছ রক্ষায় প্রশাসনের কঠোর পদক্ষেপ

Reporter Name
  • Update Time : Friday, June 20, 2025
  • 53 Time View

সৈয়দ মহসীন হাবীব সবুজ, বিশেষ প্রতিনিধি

টাঙ্গাইলের কালিহাতীতে মৎস্য সংরক্ষণ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস করা হয়েছে। আজ বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫ ইং তারিখে উপজেলার কোকডহরা ইউনিয়নের অন্তর্গত চারান বিল থেকে আনুমানিক ৯০০ মিটার চায়না জাল ও কিছু কারেন্ট জাল জব্দ করে তাৎক্ষণিকভাবে পুড়িয়ে ধ্বংস করা হয়।

মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এবং মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ বিধিমালা ১৯৮৫ অনুযায়ী এ ধরনের ফাঁদযুক্ত নিষিদ্ধ জাল ব্যবহার, উৎপাদন, বিপণন, পরিবহন ও দখলে রাখা দণ্ডনীয় অপরাধ। এসব জাল দিয়ে মাছ ধরলে শুধু প্রাপ্তবয়স্ক মাছই নয়, বরং মাছের পোনা, ডিম, এমনকি অন্যান্য জলজ প্রাণীরও চরম ক্ষতি হয়। ফলে দেশীয় প্রজাতির মাছের অস্তিত্ব হুমকির মুখে পড়ে।

এ প্রসঙ্গে কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলাম বলেন, “চায়না ও কারেন্ট জালের ব্যবহার পুরোপুরি বেআইনি। আসুন, মৎস্য আইন মেনে চলি; নদী-নালা, খাল-বিল ও হাওরে দেশীয় প্রজাতির মাছ রক্ষা করি। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

প্রশাসনের এ সাহসী ও সময়োপযোগী উদ্যোগকে সচেতন মহল স্বাগত জানিয়েছেন। দেশীয় মৎস্য সম্পদ রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সমৃদ্ধ ও প্রাণবৈচিত্র্যে ভরপুর জলজ পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category