June 22, 2025, 1:59 am

নীলফামারীতে ১৫ টি ইউনিয়নে টি.আর, কাবিখা ও কাবিটার মাধ্যমে গ্রামগঞ্জে এখন উন্নয়নের ছোঁয়া

Reporter Name
  • Update Time : Wednesday, May 7, 2025
  • 24 Time View

এম এ মানিক মন্ডল
নীলফামারী

নীলফামারী সদর উপজেলায় গ্রামীণ রক্ষণাবেক্ষণ প্রকল্প টি.আর, কাবিখা ও কাবিটার মাধ্যমে গ্রামগঞ্জে কাচা রাস্তার মাটির কাজের পরিবর্তে পাকা রাস্তার কাজ এখন দৃশ‍্যমান হয়েছে।

নীলফামারী সদর উপজেলার ১৫টি ইউনিয়নে গ্রামীণ রক্ষণাবেক্ষণ প্রকল্প টি.আর, কাবিখা ও কাবিটার মাধ্যমে কাচা রাস্তার মাটির কাজের পরিবর্তে পাকা রাস্তার কাজ এইচবিবিকরণ, আরসিসিকরণ, বাউন্ডারি ওয়াল নির্মাণ, ইউড্রেনের কাজ এখন দৃশ‍্যমান।

সরেজমিনে গিয়ে দেখা যায়, গোড়গ্রাম ইউনিয়নের ১নং ওয়ার্ডের মনিরের বাড়ির পাশে কবরস্থানের সীমানা প্রাচীর ও মাটি ভরাট প্রকল্পটি কাজ দৃশ‍্যমান। 

স্থানীয় বজলার জানান, দীর্ঘদিন থেকে কবরস্থানের সীমানা প্রাচীর ও কবরস্থানে খানা-খন্দে ভরা ছিল। এবারে ময়নুল ইসলামের মেম্বার আমাদের কবরস্থানের সীমানা প্রাচীর ও মাটির ভরাটের কাজটি খুব সুন্দর ভাবে এবং নিদিষ্ট কাজেল চেয়েও বেশি করেছে, আমরা খুবই খুশি।

কাজটির প্রকল্প চেয়ারম্যান ১নং ওয়ার্ডের ইউ’পি সদস্য ময়নুল ইসলাম বলেন, কবরস্থানটিতে আমার পিতা মাতা সহ বংশধর আছে তাই কাজটি খুবই যত্ন সহকারে সঠিকভাবে করেছি।

কুন্দপুকুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বকশিপাড়া স্বাধীনের বাড়ি হতে শাহিনের বাড়ি পযর্ন্ত রাস্তা আরসিসিকরণ হয়। যার মাধ্যমে এলাকার লোকজনের চলাচলের খুব সুবিধা হয়েছে। 

এ বিষয়ে নীলফামারী সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বলেন,  গ্রামীণ রক্ষণাবেক্ষণ টি.আর, কাবিখা ও কাবিটার মাধ্যমে কাচা রাস্তায় মাটির কাজ কমিয়ে এনে পাকা রাস্তা এইচবিবিকরণ, আরসিসিকরণ, বাউন্ডারি ওয়াল নির্মাণ, ইউড্রেনের কাজ হচ্ছে এবং পরবর্তীতেও এই প্রকল্পগুলো অব‍্যহত থাকবে। আর প্রকল্পগুলোর কাজ গুনগতমাণ ঠিক রেখে এগিয়ে যাচ্ছে। প্রকল্পগুলো পরদর্শনে দুর্যোগ ব‍্যবস্থাপনা অধিদপ্তর (অতিরিক্ত সচিব) মহাপরিচালক রেজওয়ানুর রহমান সরেজমিনে পরিদর্শন করেন।

দুর্যোগ ব‍্যবস্থাপনা অধিদপ্তর (অতিরিক্ত সচিব) মহাপরিচালক রেজওয়ানুর রহমান বলেন, গ্রামীণ রক্ষণাবেক্ষণ টি.আর, কাবিখা ও কাবিটা প্রকল্পগুলো সরেজমিনে নীলফামারী উপজেলা সহ কয়েকটি জেলা গিয়ে দেখেছি আগের বছর গুলোর তুলনায় এবারে কাজের গুনগতমান অনেক ভালো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories