July 8, 2025, 5:56 pm

উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের দিঘল হাইল্লা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মর্মান্তিক মৃত্যু

Reporter Name
  • Update Time : Tuesday, June 17, 2025
  • 108 Time View

কুড়িগ্রাম প্রতিনিধিঃ 

উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের দিঘল হাইল্লা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি ৪ মাসের গর্ভবতী গরুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

 মঙ্গলবার, ১৭ই জুন, দুপুর সাড়ে ১২টার দিকে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। এতে স্থানীয় হতদরিদ্র কৃষক মিন্টু মিয়া ও তাঁর ছয় সদস্যের পরিবার তাঁদের শেষ সম্বল হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন।

জানা যায়, মিন্টু মিয়া তাঁর গরুটি জমিতে বেঁধে রেখেছিলেন। অসাবধানতাবশত গরুটি পাশের একটি বৈদ্যুতিক খুঁটির ঝুলন্ত তারের সংস্পর্শে আসে এবং মুহূর্তেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে জড়ো হলেও গরুটি বাঁচানো সম্ভব হয়নি।

গরুটির মালিক মিন্টু মিয়া বাদাম বিক্রি এবং গরু লালন-পালন করে কোনোমতে তাঁর ছয় সদস্যের সংসার চালান। গোয়ালে থাকা তিনটি গরুর মধ্যে লক্ষাধিক টাকা বাজার মূল্যের এই গর্ভবতী গরুটি হারিয়ে তিনি এখন সর্বস্বান্ত। মিন্টু মিয়া আক্ষেপ করে বলেন, “বিদ্যুৎ অফিস কিংবা সরকার যদি আমার পাশে না দাঁড়ায়, তাহলে আগামী দিনে দু’মুঠো ডাল ভাত খাওয়াই আমার জন্য কষ্ট হয়ে যাবে।”

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে বিদ্যুৎ অফিসের চরম অবহেলার কারণে বৈদ্যুতিক খুঁটির তারটি ঝুলে থাকলেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। তাঁদের দাবি, বিদ্যুৎ বিভাগের উদাসীনতার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।

এ বিষয়ে জানতে চাইলে উলিপুর উপজেলা বিদ্যুৎ অফিসের ডিজিএম এটিএম তারিকুল ইসলাম জানান, “এ বিষয়ে আমাকে এখনো কেউ অবগত করেনি। আমাকে তথ্য দিন, আমি খোঁজ নিয়ে দেখছি।”

এই ঘটনায় মিন্টু মিয়ার পরিবার গভীর শোকে আচ্ছন্ন। স্থানীয় প্রশাসন ও বিদ্যুৎ বিভাগের দ্রুত সহযোগিতা কামনা করছেন তাঁরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category