মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের শহিদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, প্রধান সড়ক,সমুদ্র সৈকতসহ যে কোন এলাকায় অনাকাঙ্খিত মৃত্যুর ঘটনা খুবই দুর্ভাগ্যজনক। এ ধরনের মৃত্যুরোধে বিভিন্ন উদ্যোগ নেয়া হচ্ছে।
এ ছাড়া কোভিড বিষয়ে সকলকে সতর্ক থাকার অনুরোধ জানান জেলা প্রশাসক।
সভায় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো শাহিদুল আলম,অতিরিক্ত
পুলিশ সুপার জসিম উদ্দীন চৌধুরী,সিভিল সার্জন ডা: মোহাম্মদুল হক,বিএনপি জেলা সভাপতি সাবেক হুইপ শাহজাহান চৌধুরী,প্রেসক্লাব সভাপতি মাহবুবর রহমান, ছাত্র প্রতিনিধি যিনিয়া শারমিন রিয়াসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।
সভায় মানব পাচার প্রতিরোধ ও মাদকবিরোধী অভিযান,অবৈধভাবে সরকারি জমি দখল,পাহাড় কাটা, অবৈধ টমটমসহ বি়ভিন্ন অনিয়মের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা, ট্রাফিক ব্যবস্থাপনা,বাজার মনিটরিংসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এর আগে চাঞ্চল্যকর ও লোমহর্ষক মামলা,চোরাচালান মামলা ,নারী ও শিশু পাচাররোধ সংক্রান্ত মামলা মনিটরিং কমিটিসহ বিভিন্ন সভা অনুষ্ঠিত হয়।
Leave a Reply