সুষ্ঠ ও উৎসবমুখর ভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে : প্রধান নির্বাচন কমিশনার
দৌলতপুর প্রতিনিধি :
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ১৪টি বিএনপির ইউনিয়ন কমিটি কাউন্সিলের মাধ্যমে অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যে ৭টি ইউনিয়নের কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। পর্যায়ক্রমে আগামী ২৩ জুন পর্যন্ত চলবে এ কাউন্সিল। নির্বাচনের সর্বশেষ তথ্য তুলে ধরে সোমবার বিকেলে উপজেলা বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্বেলনের আয়োজন করা। সংবাদ সম্বেলনে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হারুন অর রশিদ, সদস্য ও উপজেলা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক মাহবুবুর রহমান লস্কর, সদস্য ও উপজেলা উপজেলা বিএনপির সদস্য শের আলী সবুজ, সদস্য ও উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি অধ্যাপক হাসানুজ্জামান বাবলু, সদস্য ও দৌলতপুর কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রফিকুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্বেলনে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার হারুন অর রশিদ বলেন, সোমবার পর্যন্ত মোট ৭টি ইউনিয়নের নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্নভাবে সম্পন্ন হয়েছে। বাকি ৭টি ইউনিয়নেও সুষ্ঠ ও উৎসবমুখর পরিবেশ অব্যাহত থাকবে বলে আমরা আশা করছি। নির্বাচনকে সুষ্ঠ, শান্তিপূর্ণ, উৎসবমুখর করার জন্য যা যা করা দরকার অত্যান্ত পরিশ্রমের মাধ্যমে নির্বাচন পরিচালনা কমিটি সব করে যাচ্ছে। প্রতিটি নির্বাচনে প্রার্থী, ভোটার ও দলীয় সমর্থক সকলে নির্বাচনকে সুষ্ঠ করতে নির্বাচন পরিচালনা কমিটিকে সহযোগিতা করছেন। প্রতিটি নির্বাচনে প্রার্থী ও ভোটার ছাড়াও সাংবাদিক এবং দলীয় নেতাকর্মীর ব্যাপক উপস্থিতি থাকছে। ফলে প্রতিটি কেন্দ্রে উৎসবমুখর পরিবেশ রয়েছে। নির্বাচন নিয়ে এখন পর্যন্ত কোন প্রার্থী বা ভোটার নির্বাচন পরিচালনা কমিটি বা মনিটরিং কমিটির নিকট কোন অভিযোগ করেননি। সংবাদ সম্বেলনে হারুন অর রশিদ বলেন, শতভাগ স্বচ্ছতার মাধ্যমে কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর আগে সার্চ কমিটির মাধ্যমে ওয়ার্ড কমিটি গঠন করা হয়। ওয়ার্ড কমিটির সদস্যরা ইউনিয়ন কাউন্সিলের ভোটার। কাউন্সিলররা তাদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ইউনিয়ন কমিটি গঠিত হচ্ছে। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ না করে কোন অভিযোগ থাকলে নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি হিসেবে তাকে বা অন্য সদস্যকে জানানোর অনুরোধ করছি। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে অযথা কেউ বিরুপ মন্তব্য করবেন না অথবা দলীয় ভাবমুর্তিকে বিনষ্ট করে বিভেদ তৈরী করবেন না।
নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক মাহাবুবুর রহমান বলেন, ইউনিয়ন বিএনপির কাউন্সিলে সভাপতি, সিনি: সহ-সভাপতি, সাধারন সম্পাদক, সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এই ৫টি পদে সরাসরি নির্বাচন হচ্ছে। ব্যাপক আগ্রহ নিয়ে কাউন্সিলররা গোপন ভোটের মাধ্যমে তাদের নেতা নির্বাচিত করছেন। এই নির্বাচনকে বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ করার জন্য দু’একজন বিরুপ মন্তব্য করেছেন। যা আদৌ সত্য নয়। নির্বাচন পরিচালনা কমিটির দুই সদস্যের পদত্যাগ বিষয়ে এই সদস্য বলেন, পদত্যাগ তাদের ব্যক্তিগত ব্যাপার। কেউ কমিটিতে না থাকতে চাইলে তো তাকে জোর করে রাখা যাবে না। কিছু গণমাধ্যমে দেখলাম নির্বাচন নিয়ে পদত্যাগকারীরা প্রশ্ন তুলেছেন যা মোটেও সত্য নয়। নির্বাচন নিয়ে কোন প্রার্থী, ভোটার কিংবা দলীয় নেতাকর্মীরা কোন ধরনের সামান্য প্রশ্নও তুলছেন না। এত সুন্দর ও সুষ্ঠ নির্বাচন আগে কখনও নেতাকর্মীরা উপভোগ করেননি।
নির্বাচন পরিচালনা কমিটির আরেক সদস্য ও উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শের আলী সবুজ বলেন, যারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে তাদের অন্য কোন দুরভিসন্ধি বা চক্রান্ত রয়েছে। এ বিষয়ে নেতাকর্মীদের সজাগ থাকার জন্য অনুরোধ করেন। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ না করে কোন অভিযোগ থাকলে নির্বাচন পরিচালনা কমিটি অথবা মনিটরিং কমিটিকে অবহিত করার পরামর্শ দেন তিনি। এ সময় নির্বাচন পরিচালনা কমিটির অন্যান্য সদস্য ও মনিটরিং কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply