July 8, 2025, 5:11 pm

দৌলতপুরে বিএনপির প্রধান নির্বাচন কমিশনার পদ থেকে পদত্যাগ

Reporter Name
  • Update Time : Sunday, June 15, 2025
  • 60 Time View

আশিক ইসলাম : কুষ্টিয়া দৌলতপুরে উপজেলা বিএনপির প্রধান নির্বাচন কমিশনারের পদ থেকে পদত্যাগ করলেন দৌলতপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক ও বর্তমান আহ্বায়ক কমিটি সদস্য আলহাজ্ব আলতাফ হোসেন ও দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান হাবলু মোল্লা।
শনিবার দুপুরে দৌলতপুর বাজার পার্টি অফিসে নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন মাধ্যমে তারা পদত্যাগের ঘোষণা দেন। এ সময় উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, অ্যাডভোকেট রমজান আলী, আবিদ হাসান মন্টি সরকার, সদস্য আলাউদ্দিন বাদল, সেন্টু খান। আরো উপস্থিত ছিলেন দৌলতপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ। এ সময় লিখিত বক্তব্যে আলতাফ হোসেন ও হাবলু মোল্লা বলেন, আমি দৌলতপুর উপজেলা বিএনপির প্রধান নির্বাচন কমিশনার।আমি যথাযথ দায়িত্ব পালনে বাঁধাগ্রস্থ হইয়া উক্ত পদ থেকে পদত্যাগ করার সিন্ধান্ত গ্রহন করছি। কুষ্টিয়া জেলা বিএনপি এই দায়িত্ব আমাকে অর্পণ করেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে তিনটা ইউনিয়নে নির্বাচন হয়েছে তাতে বিভিন্ন অনিয়ম দেখা দিয়েছে। যেমন একতরফা ভোটার তালিকা প্রস্তুত, জাল ভোট প্রদান, ভোটকেন্দ্রে পেশিশক্তি ব্যবহার করে জোরপূর্বক ভোট গ্রহণ, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মাথায় আঘাত করে গুরুতর আহত করে হাসপাতালে প্রেরণ। চিহ্নিত আওয়ামী লীগকে ভোটার তালিকা অন্তর্ভুক্ত করা এবং জোরপূর্বক প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে প্রার্থীতা প্রত্যাহার সহ বিভিন্ন অনিয়ম দেখা দিয়েছে এছাড়াও আমি প্রধান নির্বাচন কমিশনার আমাকে সন্ত্রাসী দ্বারা হুমকির প্রদান করা হয়েছে।তাই সংবাদ সম্মেলনের মাধ্যমে পদত্যাগ করলাম। এ সময় নুরুজ্জামান হাবলু মোল্লা ও নির্বাচন কমিশনার পদ থেকে পদত্যাগ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category