July 8, 2025, 6:11 pm

পূর্বধলায় সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি নেতা আবু তাহের তালুকদার

Reporter Name
  • Update Time : Sunday, June 15, 2025
  • 124 Time View

মোঃ খান সোহেল নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ

জেলার পূর্বধলা উপজেলার বিশকাকুনী ইউনিয়ন জালশুকা রাজারে ঋষি সম্প্রদায়ের উপর হামলায় ভাঙচুরে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে দেখা করেছেন নেত্রকোনা সরকারি  কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি নেত্রকোনা জেলা বিএনপির তিন বারের  সাবেক সাধারণ সম্পাদক  পূর্বধলা উপজেলায় ধানের শীষের নমিনি আলহাজ্ব আবু তাহের তালুকদার।

তিনি  আজ শনিবার (১৪ জুন) সকালে ক্ষতিগ্রস্ত বাড়িঘরগুলো পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর মাঝে  নগদ চাল, ডাল, তেল সহায়তা করে কথা বলে তাদের পাশে থাকার আশ্বাস দেন।
আলহাজ্ব আবু তাহের তালুকদার বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমি সবসময় মানুষের পাশে ছুটে যাই, যে বা যারাই এ ঘটনা ঘটিয়েছে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। সে যদি নিজ দলেরও হয়ে থাকে, তাহলেও তার ঠিকানা হবে জেলখানা।
তিনি বলেন, বিএনপি শান্তির দল। এখানে অশান্তি সৃষ্টিকারীদের কোনো স্থান হবে না।
আলহাজ্ব আবু তাহের তালুকদার স্থানীয় বিএনপি নেতাদেরকে নির্দেশ দেন- হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থেকে তাদের সর্বাত্মক সহযোগিতা করার। একই সঙ্গে এ ঘটনা নিয়ে আর যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়, সে

ব্যাপারেও তিনি দলের নেতাকর্মীদের সতর্ক থাকার পরামর্শ দেন।
তার পরিদর্শনকালে পূর্বধলা উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সঙ্গে ছিলেন।
উল্লেখ্য গত ৮ ই জুন স্থানীয় আওয়ামিলীগ নেতা কর্মীরা  বিশকাকুনী ইউনিয়ন জালশুকা রাজারে ঋষি সম্প্রদায়ের   ঘরবাড়ি ভাংচুর হামলা লুটপাট ও উচ্ছেদ করে দেয় স্হানীয় আওয়ামী দুষ্কৃতিকারীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category