June 22, 2025, 2:52 am

বারহাট্টায় বিএনপি নেতার বাড়িতে হামলা-ভাঙচুর

Reporter Name
  • Update Time : Tuesday, May 6, 2025
  • 33 Time View

মোঃ খান সোহেল স্টাফ রিপোর্টার

বিএনপি নেতার বাড়িতে হামলা-ভাঙচুর
নেত্রকোনার বারহাট্টা শহরে বিএনপি নেতার বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসময় ঘরের থাকা লোকজন দরজা লাগিয়ে নিজেদের রক্ষা করেন। এ ঘটনায় প্রতিবেশী নিষিদ্ধ ছাত্রলীগের নেতা রকি শেখ, রবিন শেখ ও তাদের বাবা ইনচান শেখের বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়া হয়েছে।

সোমবার (৫ মে) রাত ৮টার দিকে বারহাট্টা শহরের পুরাতন কোর্ট ভবনের পাশে উপজেলার চিরাম ইউনিয়ন বিএনপির সভাপতি নয়ন তালুকদারের বাসায় এ ভাঙচুরের ঘটনা ঘটে। এসময় দোকানে থাকা তার ভাতিজা সাব্বির তালুকদার আহত হয়।

ঘটনার সিসিটিভি ফুটেজে রবিন ও রকিকে বাড়িতে ও দোকানে ভাঙচুর করতে দেখা গেছে।

বিএনপি নেতা নয়ন তালুকদারের ভাই স্বপন তালুকদার বলেন, প্রতিবেশী রকি শেখ ও রবিন শেখ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা। আওয়ামী লীগের আমলে আমাদের ওপর অত্যাচার করেছে। ব্যবসা প্রতিষ্ঠান থেকে চাঁদা নিয়েছে। আওয়ামী লীগ সরকার চলে গেলে তাদের চাঁদাবাজি কমেনি। এখনও তারা দোকানে এসে টাকা না দিয়েই মালামাল নিয়ে যায় জোর করে। বিকাশে টাকা নিয়ে দেয় না। চাঁদা দাবি করে। প্রতিবাদ করলে হুমকি দেয়। এই আমলেও  আমরা বিএনপির লোকজন ছাত্রলীগের হামলার শিকার হচ্ছি। তাদের হামলার সিসিটিভি ফুটেজ রয়েছে। আমরা থানায় এসব ফুটেজ দিয়েছি।

তিনি আরও বলেন, গতকাল সোমবার রাতে   চাঁদার টাকা না দেওয়ায়  রকি শেখ, তার ভাই রবিন শেখ ও তাদের বাবা ইনচান শেখ মিলে রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে এসে হামলা চালায়।  পরিবারের লোকজন প্রাণ বাঁচাতে ঘরের দরজা লাগিয়ে দিলে জানালার কাঁচ ভাঙচুর করে। এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েছি।

স্বপন তালুকদারের স্ত্রী নার্গিস আক্তার বলেন, রকি ও রবিন প্রথমে এসে দোকান থেকে জিনিসপত্র কেড়ে নিয়ে যায়। বলে নিয়মিত আমাদের টাকা দিতে হবে। তা না হলে যা মন চায় দোকান থেকে নিয়ে যাব। দোকানে থাকা আমার ছেলে সাব্বির তাদের বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে সাব্বিরকে পিটিয়ে বহত করে। পরে তারা রামদা ও লাঠিসোটা নিয়ে আমাদের বাড়িতে হামলা চালায়। ভয়ে আমরা ঘরের দরজা বন্ধ করে ভেতর লুকিয়ে থাকি। তারা জানালার কাঁচ ও বাইরে থাকা সকল আসবাবপত্র ভেঙে ফেলে।

এ ঘটনায় বিএনপি নেতার নয়ন তালুকদারের ভাই স্বপন তালুকদার বাদী হয়ে থানায় অভিযোগ দিয়েছেন।

তবে ঘটনার পর এলাকায় পাওয়া যায়নি অভিযুক্তদের। তারা পলাতক রয়েছেন বলে জানা গেছ। তাদের মোবাইলফোনে কল করে বন্ধ পাওয়া গেছে।

বারহাট্টা থানার ওসির দায়িত্বে থাকা উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ভুক্তভোগীরা থানায় অভিযোগ দিয়ছেন।  তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories