June 22, 2025, 3:09 am

ঝিনাইগাতীতে বিএনপি নেতা খলিলুর রহমানের জানাজা সম্পুর্ন

Reporter Name
  • Update Time : Wednesday, June 11, 2025
  • 123 Time View

মো: রিয়াজ স্টাফ রিপোর্টার

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়ন বিএনপির সভাপতিও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খলিলুর রহমানের জানাজা সম্পুর্ন হয়েছে। বুধবার (১১ জুন) সকাল ১০ টায় মরহুমের নিজ বাড়ি মানিককুড়া গ্রামে তার জানাযা অনুষ্ঠিত হয়।

এর আগে মঙ্গলবার চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে বিকাল ৫ টায় টাঙ্গাইলে তিনি ইন্তেকাল করেন।( ইন্না-লিল্লাহি ওয়া ইন্না আলাইহি রাজিওন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৮৫) বছর। খলিলুর রহমান দীর্ঘদিন ধরে ডায়াবেডিকসহ বিভিন্ন রোগে ভোগছিলেন। তিনি স্ত্রীসহ ৩ ছেলে ৭ মেয়েসহ বহুগুণগ্রাহী রেখে গেছেন।

খলিলুর রহমান দীর্ঘ দিন ধরে নলকুড়া ইউনিয়ন বিএনপির সভাপতির দ্বায়িত্ব পালনের পাশাপাশি দুইবার ১৪ বছর তিনি নলকুড়া ইউনিয়নের চেয়ারম্যানের দ্বায়িত্ব পালন করেন। তিনি ছিলেন সকল শ্রেনী পেশার প্রিয় একজন সাদামাটা মানুষ। সকাল ১০টায় তার জানাযায় বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মিসহ এলাকার শতশত মানুষ অংশ গ্রহন করেন। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

খলিলুর রহমানের মৃত্যুতে নলকুড়া ইউনিয়নবাসী একজন অবিভাবক হারালেন। মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন, শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট সিরাজুল ইসলাম, শেরপুর- ৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল, সাবেক ঝিনাইগাতী উপজেলা চেয়ারম্যান জননেতা আমিনুল ইসলাম বাদশা, শেরপুর ৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক ক্লিন ইমেজের নেতা এরশাদ আলম জর্জ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শাহজাহান আকন্দসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মি ও সামাজিক সংগঠন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories