ফাহিম মাহমুদ
পাথরঘাটা প্রতিনিধি।
বরগুনার পাথরঘাটায় সংগ্রাম (সংগঠিত গ্রামোউন্নয়ন কর্মসূচী) এর উদ্যোগে প্রতিবন্ধী শিশু ও যুবদের কমিউনিটি ভিত্তিক পুনর্বাসনের সকল ক্ষেত্রে অর্থপূর্ন ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণপ্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
সংগ্রাম এর প্রতিষ্ঠাতা জনাব চৌধুরী মোঃ মাসুম এর সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মিজানুর রহমান, সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পঃপঃ কর্মকর্তা মাহবুবুর রহমান, সংগ্রামের সাধারণ সম্পাদক আমিনুর রহমান, সংগ্রামের সভাপতি ও পাথরঘাটা মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর হোসেন, পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদি হাসান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জনাব মোহসিন হোসেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও সংগ্রামের সহ-সভাপতি মরিয়ম চৌধুরী জেবু,
জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার কনসালটেন্ট জনাব মোঃ আরিফুর রহমান, পাথরঘাটা মডেল প্রেসক্লাবের সভাপতি জাকির হোসেন খান, পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি আমিন সোহেল।
উক্ত সভায় বক্তব্য রাখেন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার কনসালটেন্ট জনাব ডাঃ মোঃ আরিফুর রহমান, তিনি বলেন সংগ্রামের EIEI নামক প্রোজেক্টের মাধ্যমে এ উপজেলায় প্রায় ৭৬১ জন ০-১২ বছরের প্রতিবন্ধী শিশুকে সেবা দিয়ে আসছেন, আমাদের চাওয়া ছিলো যাতে এ প্রকল্পটি দীর্ঘদিন প্রতিবন্ধী শিশুদের সেবা দান করেন, আমি আন্তরিক ভাবে ধন্যবাদ জ্ঞায়াপন করছি CDD এর প্রতি তারা প্রতিবন্ধী শিশুদের কথা চিন্তা করে পাথরঘাটায় Map In CBR নামে একটি প্রকল্প ৫ বছরের জন্য সংগ্রামেকে দিয়েছেন এবং তারা ০-২৫ বছরের প্রতিবন্ধী শিশু ও যুবদের পূনর্বাসনের সকল ক্ষেত্রে অর্থপূর্ণ ও অন্তর্ভুক্তি করায় কাজ করবেন এতে করে পাথরঘাটা উপজেলায় প্রতিবন্ধী শিশুদের অধিকার বাস্তবায়ন হবে বলে আমি প্রত্যাশা করছি, তিনি বলেন সংগ্রামের উদ্যোগে পাথরঘাটার গ্রামীন জনগোষ্ঠীর অবহেলিত প্রতিবন্ধী শিশুদের জন্য ব্যাপক কাজ করে প্রতিবন্ধীদের সঠিক তথ্য ও সচেতনতা তৈরি করেছে।তিনি আরও বলেন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা প্রতিবন্ধী শিশুদের যে কোনো কাজে সংগ্রামকে সহযোগিতা করবে।
সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার জনাব মিজানুর রহমান বলেন, সমাজে প্রতিবন্ধী জনগোষ্ঠী অবহেলিত, তাদেরকে সমাজের কিছু অংশ এখনো তাদের বোঝা মনে করেন, সেখানে সংগ্রাম প্রতিবন্ধী শিশু ও যুবদের জন্য প্রানপন প্রচেষ্টা করছেন, আমরা তাদের ধন্যবাদ জ্ঞাপন করছি, ধন্যবাদ জানাই Liliana Fonds কে, তারা বাংলাদেশের এই জনগোষ্ঠীকে সম অংশগ্রহণে অর্থায়ন করার জন্য, তিনি আরও বলেন দূর্যোগকালীন সময়ে প্রতিবন্ধী শিশুরা সবচেয়ে বেশি ঝুকিপূর্ণ, এনজিও সংগ্রাম বিভিন্ন দূর্যোগে অসহায় প্রতিবন্ধী শিশু ও যুবদের কমিউনিটি ভিত্তিক পুনর্বাসন সকল ক্ষেত্রে অর্থপুর্ন ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহন প্রকল্প
কাজ করবে প্রত্যাশা রাখছি, এক্ষেত্রে উপজেলা প্রশাসন সর্বদা সহযোগিতা করবে।
Leave a Reply