June 22, 2025, 1:27 am

পাকুল্লা দক্ষিণপাড়ায় মুসলমানদের বাড়িঘর ঘেঁষে শ্মশান নির্মাণ: ইউ এন ও বরাবর স্থানান্তরের আবেদন

Reporter Name
  • Update Time : Wednesday, June 4, 2025
  • 153 Time View

সৈয়দ মহসীন হাবীব সবুজ, বিশেষ প্রতিনিধি:

টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার পাকুল্লা দক্ষিণপাড়ায় মুসলমানদের বসতবাড়ি সংলগ্ন স্থানে শ্মশান নির্মাণ নিয়ে তীব্র অসন্তোষ বিরাজ করছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। পাকুল্লা দক্ষিণপাড়া, চরপাড়া ও গুণটিয়া গ্রামের মুসলিম অধিবাসীরা এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মির্জাপুর বরাবর একটি আবেদন দাখিল করেছেন।

স্থানীয়দের অভিযোগ, শ্মশানটি মুসলমানদের ঘর থেকে মাত্র ২০ হাত দূরত্বে অবস্থিত। এতে মৃতদেহ দাহ করার সময় সৃষ্ট তীব্র দুর্গন্ধ ও ছাই বাতাসে ভেসে আশেপাশের বাড়িঘরে প্রবেশ করে। একাধিকবার দেখা গেছে, দাহকৃত ছাই রান্না করা খাবারের উপরও এসে পড়ছে। এতে শিশু ও বৃদ্ধদের স্বাস্থ্যঝুঁকির পাশাপাশি ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগছে।

স্থানীয় এক বাসিন্দা জানান, “শ্মশানের কাছ দিয়ে স্কুল-কলেজগামী কোমলমতি শিক্ষার্থীরা যেতে ভয় পায়। এটি একটি ব্যস্ত সড়কসংলগ্ন এলাকা হওয়ায় অসংখ্য পথচারীও এর কটু গন্ধ ও দৃশ্য দেখে ভীত ও অস্বস্তিতে পড়েন।”

স্থানীয়দের দাবি, জনবসতিপূর্ণ এলাকা থেকে শ্মশানটি অন্যত্র সরিয়ে নেওয়া হোক এবং ধর্মীয় সহাবস্থানের পরিবেশ বজায় রাখা হোক।

এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে ইউএনও’র হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories