June 22, 2025, 2:27 am

বিপদ মুক্তির শোকরানা ও পিতা-মাতার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : Wednesday, June 4, 2025
  • 115 Time View

সৈয়দ মহসীন হাবীব সবুজ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি

আল্লাহর অসীম কৃপা ও রহমতের শুকরিয়া আদায় এবং মরহুম পিতা-মাতাসহ স্বজনদের রূহের মাগফিরাত কামনায় টাঙ্গাইলের কালিহাতী উপজেলাধীন শোলাকুড়া গ্রামে এক ভাবগম্ভীর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ জুন) দুপুর ২টায় শোলাকুড়াস্থ প্রখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান রিয়াজুল জান্নাহ ইসলামিয়া কওমি মাদ্রাসায় এই মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও মুহতামিম, সম্মানিত আলেমে দীন হাফেজ নুর আহমেদ জুয়েল। কুরআন ও হাদীসের আলোকে তিনি বিপদে ধৈর্য ধারণ ও দোয়ার মাধ্যমে মুক্তির উপকারিতা ব্যাখ্যা করেন এবং বলেন,
“وَقَالَ رَبُّكُمُ ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ”
(সূরা গাফির, ৪০:৬০)
অর্থ: “তোমাদের প্রতিপালক বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেবো।”

তিনি আরও বলেন, দোয়া ইউনুস – “لَا إِلَهَ إِلَّا أَنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَ” – এর মাধ্যমে দীনী শিক্ষার্থীরা সার্বিক নিরাপত্তা ও কল্যাণের প্রার্থনা করেন। আল্লাহর কৃপায় একজন সাংবাদিকের পারিবারিক বিপদ থেকে মুক্তি পাওয়ায় এই শোকরানা মাহফিলের আয়োজন করা হয়।

এই উপলক্ষে ২০০১ সালে ইন্তেকালকারী সাংবাদিক সৈয়দ মহসীন হাবীব সবুজ এর শ্রদ্ধাভাজন পিতা মরহুম সৈয়দ রকিবুল হোসেন এবং ২০১৭ সালে ইন্তেকালকারী মমতাময়ী মাতা মরহুমা সৈয়দা (নাম উল্লেখযোগ্য হলে ভালো) এর রূহের মাগফিরাত কামনায় বিশেষ মুনাজাত করা হয়। দোয়ায় তাদের পাশাপাশি দাদা-দাদী, নানা-নানি, খালা-খালু, চাচা-চাচী, ফুফু-ফুপা, ভাবি ও দুলাভাই সহ সমগ্র পরিবারবর্গের আত্মার শান্তি এবং কবরকে জান্নাতের বাগিচায় রূপান্তরিত করার জন্য প্রার্থনা করা হয়।

এ মহতী দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক সৈয়দ শফিকুল ইসলাম, সম্মানিত ব্যক্তিবর্গ সৈয়দ আলী আজগর, সৈয়দ শাহিদুল হাসান শাহিন, সৈয়দ সুভাষ, সৈয়দ শহিদুল ইসলাম, সাংবাদিক সৈয়দ মহসীন হাবীব সবুজ, ঢাকা থেকে আগত সপ্তম শ্রেণির মেধাবী শিক্ষার্থী মুগ্ধ, হেফজ বিভাগের হাফেজ মোঃ নিরব ও কওমি শাখার অন্যান্য শিক্ষার্থীবৃন্দসহ অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লি।

অনুষ্ঠান শেষে আমলনামা পবিত্র রাখার আকাঙ্ক্ষায় সবাইকে নিয়মিত নামাজ, ইস্তেগফার ও দোয়ায় মনোনিবেশ করার তাগিদ দেওয়া হয়। পরে সকলের জন্য তৃপ্তিকর সবজি খিচুড়ির ভোজনের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

আলোচ্য আয়াত ও হাদিস সূত্র অনুযায়ী দোয়ার গুরুত্ব:

  • হাদীসে এসেছে, “দোয়া ইবাদতের মূল” (তিরমিযি)।
  • রাসূলুল্লাহ (সা.) বলেন, “আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত ব্যক্তি সেই, যে ব্যক্তি সবচেয়ে বেশি দোয়া করে” (তিরমিযি)।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories